আম্বানির বাড়িতে কাজে নিযুক্ত হতে দিতে হয় IAS-এর মত কঠিন পরীক্ষা, তাঁর ড্রাইভারের বেতন চমকে দেওয়ার মতো

Follw Us Now

আম্বানির বাড়িতে কাজে নিযুক্ত হতে দিতে হয় IAS-এর মত কঠিন পরীক্ষা, তাঁর ড্রাইভারের বেতন চমকে দেওয়ার মতো

মুকেশ আম্বানি

EKHON BHARAT :- সাধারণত বাড়িতে কোনও ঠিকে কাজ বা কোন কর্মচারী রাখতে গেলে আমরা তাদের নাম পরিচয় আর বেতন সম্পর্কে আলোচনা করে থাকি। কিন্তু জানেন কি এর বাড়িতে কর্মচারী হিসেবে নিযুক্ত হতে হলে রীতিমতো দিতে হয় পরীক্ষা পাশ করলে তবেই মেলে চাকরি । ভাবুন একবার! আশ্চর্য হচ্ছেন তো? যদিও বিষয়টা ভাববার মতোনই বটে! কারণ, এক্ষেত্রে বাড়ির মালিকের নামটাই যথেষ্ট। এখনো বুঝতে পারলেন না তো, তিনি হলেন মুকেশ আম্বানি।

বিশ্বে পরিচিত মুকেশ আম্বানির নাম। কারণ আম্বানি ভারতের অন্যতম ধনী ব্যবসায়ীদের মধ্যে অন্তর্ভুক্ত। স্বাভাবিকভাবেই তাঁর বিলাসবহুল জীবনযাপনেও রয়েছে রাজকীয় ব্যাপার! মুম্বাইতে অবস্থিত তাঁর বাড়িটির নাম হল “অ্যান্টিলিয়া”। ২৭ তলা এই প্রাসাদোপম বাড়ির সামনে রয়েছে একটি “সেভেন স্টার” হোটেলও। এই সুন্দর বাড়ি এবং হোটেলের রক্ষণাবেক্ষণের জন্য রয়েছেন অনেকেই। তবে সেই সংখ্যাটা শুনলে আপনি চমকে উঠবেন তা হলফ করে বলতে পারি!

মুকেশ আম্বানির বাড়ি এবং হোটেলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন ৬০০ জনেরও বেশি কর্মচারী। যারা ২৪ ঘন্টাই নিজেদের কাজে ব্যস্ত। এর জন্য তাঁরা বেতনও পান মোটা টাকা। যা নাকি বছরও রোজগার করতে পারেন না। কয়েক লাখ টাকা! তবে, কেউ ইচ্ছে করলেই এখানে কাজের সুযোগ পাবেন না। মুকেশ আম্বানির বাড়িতে চাকরি করতে গেলে দিতে হয় রীতিমতো কঠিন সব পরীক্ষা দিয়ে ভালো ভাবে উত্তীর্ণও হতে হয়।

মুকেশ আম্বানির বাড়িতে চাকরি পেতে গেলে প্রার্থীদের প্রথমে ফর্ম পূরণ করতে হয়। তারপর যাঁরা ফর্ম পূরণ করেন তাঁদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এই পরীক্ষায় করা হয় সাধারণ জ্ঞান এবং হোটেল ম্যানেজমেন্ট সম্পর্কিত প্রশ্ন। লিখিত পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হন তাঁদের পরবর্তী পর্যায়ের জন্য নির্বাচিত করা হয়।

আরও খবর-  ব্যস্ততম হাওড়া স্টেশনে বড় বিপদ! পরিস্থিতি দেখে চোখ কপালে পুরসভার আধিকারিকদের

আম্বানির বাড়িতে কাজে নিযুক্ত হতে দিতে হয় IAS-এর মত কঠিন পরীক্ষা, তাঁর ড্রাইভারের বেতন চমকে দেওয়ার মতো

সূত্র অনুযায়ী, মুকেশ আম্বানির বাড়িতে প্রায় শতাধিক গাড়ি রয়েছে। যার জন্য আলাদা আলাদা চালক দরকার হয়। তবে, আম্বানির গাড়ির চালক হওয়াও অনেক কষ্টসাধ্য ব্যাপার। বিভিন্ন কোম্পানিকে ড্রাইভারের জন্য চুক্তি দেওয়া হয়। তারপর একাধিক পরীক্ষার মাধ্যমে ড্রাইভার নির্বাচন করা হয়। মুকেশ আম্বানির ড্রাইভারের বেতন প্রতি মাসে প্রায় ২ লক্ষ টাকা। এর থেকেই অনুমান করা যায়, ওই বাড়িতে কাজ করা বাকি কর্মচারীদের বেতন কত হতে পারে!

ট্রেন্ডিং খবর

ভাইরাল খবর