শুধুই রণবীর নয় , এবার সমন পাঠানো হল কপিল শর্মা, হুমা কুরেশি ও হিনা খানকে

Follw Us Now

হুমা কুরেশি

এবার সমন পাঠানো হল কপিল শর্মা, হুমা কুরেশি ও হিনা খানকেও। মহাদেব বেটিং অ্যাপের তদন্তেই এবার তিন অভিনেতাকে সমন পাঠানো হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। বুধবারই ইডি দফতরে তলব করা হয়েছিল অভিনেতা রণবীর কাপুরকে। মহাদেব বেটিং অ্যাপের ‘মুখ’ ছিলেন তিনি। আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য জানতেই তলব করা হয়েছিল রণবীরকে। যদিও হাজিরা দেননি রণবীর কাপুর।

ইডি সূত্রে খবর, মহাদেব বেটিং অ্যাপের প্রচার করতেন হুমা কুরেশি ও হিনা খান। অন্যদিকে, অভিনেতা কপিল শর্মাকে গত বছরের সেপ্টেম্বর মাসে দুবাইয়ে মহাদেব বেটিং অ্যাপের সাকসেস পার্টিতে দেখা গিয়েছিল। ৪০০ কোটিরও বেশি আর্থিক দুর্নীতি মামলায় তাঁরা সরাসরি জড়িত কি না, তা জানতেই সমন পাঠিয়েছে ইডি। কবে তাঁদের ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে, তা এখনও জানা যায়নি।

সৌরভ চন্দ্রকারের বিয়েতেও সামিল হয়েছিলেন বলিউডের তারকারা

মহাদেব বেটিং চক্রের ‘মাথা’ সৌরভ চন্দ্রকারের বিয়েতেও সামিল হয়েছিলেন বলিউডের তারকারা। দুবাইয়ে অনুষ্ঠিত ওই বিয়ে বলিউডের কোনও তারকার বিয়েকেও হার মানাত। টাইগার শ্রফ , সানি লিওনি , নেহা কক্কর , আতিফ আসলাম , রাহাত ফতেহ আলি খান , বিশাল দাদলানি , এলি আব্রাহাম , ভারতী সিং , ভাগ্যশ্রী , কৃতি খারবান্দা , নুসরত ভারুচা , কৃষ্ণা অভিষেক , সুখবিন্দর সিংকে দেখা গিয়েছিল সৌরভের বিয়ের অনুষ্ঠানে।

গত সেপ্টেম্বর মাসেই সামনে আসে মহাদেব বেটিং চক্রের দুর্নীতি। কলকাতা সহ দেশের একাধিক শহরে তল্লাশি চালিয়ে ৪১৭ কোটি টাকা উদ্ধার করে ইডি। সেই সময়ই ইডি সূত্রে খবর মিলেছিল, একে একে সমস্ত তারকাকেই জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হবে। বেটিং অ্যাপের সঙ্গে তাঁদের কী যোগ ছিল এবং সৌরভের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কত টাকা পেয়েছিলেন তারকারা, তা নিয়ে প্রশ্ন করা হবে।

ট্রেন্ডিং খবর