সিকিমে
বিপর্যস্ত সিকিমে সময় যত গড়াচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে ধ্বংসের ছবি। চারিদিকে শুধুই হাহাকার। বাড়ছে মৃত্যুর সংখ্যা। ঘিরে ধরছে আতঙ্ক।
সিকিমে আটকা পড়ে রয়েছেন প্রায় তিন হাজার পর্যটক। দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা বেড়াতে গিয়েছিলেন। এর মধ্যে রাজ্য বহু পর্যটক রয়েছেন বলে জানা গিয়েছে। উৎকণ্ঠায় রয়েছেন পর্যটকদের আত্মীয় এবং পরিবারের লোকজন। তাঁদের সেই উৎকণ্ঠা দূর করতে হেল্পলাইন চাল করল সিকিম সরকার একই সঙ্গে হেল্পলাইন চালু করেছে সেনাও।
সিকিম পুলিশের হেল্পলাইনগুলো হল, ০৩৫৯২- ২০২৮৯২,
০৩৫৯২- ২২১১৫২ এবং ৮০০১৭৬৩৩৮৩।
এছাড়াও ০৩৫৯২- ২০২০৪২ নম্বরে ফোন করেও সাহায্য পাওয়া যাবে।
হড়পা বানে এখনও পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর খবর মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তিস্তার জলে নিখোঁজ ২৩ জন সেনার মধ্যে একজনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। চারজনের নিথর দেহ মিলেছে। বাকি সেনা-সহ এখনও নিখোঁজ অসংখ্য মানুষ। প্রশাসনের পক্ষ থেকে জোর কদমে উদ্ধার কাজ চালানো হচ্ছে। তবে বৃষ্টির কারণে তা ব্যাহত হচ্ছে।
সেনাবাহিনীও স্থানীয় বাসিন্দাদের জন্য হেল্পলাইন চালু করেছে।
উত্তর সিকিমের বাসিন্দাদের জন্য এই হেল্পলাইন নম্বর হল ৮৭৫০৮৮৭৭৭৪
পূর্ব সিকিমের জন্য হেল্পলাইন নম্বর হল ৮৭৫৬৯৯১৮৯৫।
নিখোঁজ হওয়া সেনা জওয়ানদের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। সেই জওয়ানদের পরিবারের জন্য একটি হেল্প লাইন চালু করেছে।
সেনা পরিবারগুলির জন্য হেল্পলাইন নন্বর ৭৫৮৮৩০২০১১। এছাড়া বেসরকারি কিছু স্বেচ্ছাসেবী সংগঠনও তাদের নিজেদের মতো করে এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
মেঘভাঙা বৃষ্টি হয় উত্তর সিকিমের লোনক হ্রদের উপর। তার জেরে ফেটে যায় লেক। হুড়মুড়িয়ে জল নেমে আসে তিস্তায়। তখন থেকেই শুরু হয় ধ্বংসলীলা।