প্রকৃতির রোষে তছনছ সিকিম, আটকে পড়া পর্যটকদের উদ্ধারে নজিরবিহীন ভাবনা প্রশাসনের!

Follw Us Now

প্রকৃতির রোষে তছনছ সিকিম, আটকে পড়া পর্যটকদের উদ্ধারে নজিরবিহীন ভাবনা প্রশাসনের!

প্রকৃতির রোষে তছনছ সিকিম

EKHON BHARAT :- প্রকৃতির রোষানলে বিধ্বস্ত অবস্থা সিকিমের বিস্তীর্ণ প্রান্ত। মেঘভাঙা বৃষ্টির জেরে সিকিমে শুরু হয়েছে প্রকৃতির ধ্বংসলীলা। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাহাড়ি পথ যেন বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। আচমকা হড়পা বাণ নেমে নিখোঁজ সেনা-জওয়ান থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। সময় যত এগোচ্ছে ততই যেন আরও বেশি আতঙ্ক দানা বাঁধছে। পুজোর আগে সিকিম বেড়াতে গিয়ে প্রবল বিপাকে পড়েছেন কয়েক হাজার পর্যটক। উত্তর সিকিম-সহ রাজ্যের নানা প্রান্তে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন বহু পর্যটক। সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করতে যুগান্তকারী ভাবনা নিল সিকিম সরকার।

সূত্র মারফত জানা গিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি একটু উন্নতি হলেই উত্তর সিকিমের লাচুং-লাচেন-সহ অন্য এলাকায় পর্যটকদের উদ্ধারে অলআউট অভিযানে নামতে চলেছে সিকিম প্রশাসন। চপার নামানোর ভাবনা নিয়েছে সিকিম সরকারের। এব্যাপারে নিয়মিত ট্যুর অপারেটরদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে সিকিম সরকারের বিশেষ বিভাগ। ব্যক্তিগতভাবে সেখানে ঘুরতে যাওয়া পর্যটকদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে সিকিম প্রশাসন।

এদিকে সময় যত এগোচ্ছে পরিস্থিতি ততই ভয়ানক হয়ে উঠছে সিকিমের। বেসরকারি সূত্রে জানা যায়, ইতিমধ্যেই বন্যাবিধ্বস্ত সিকিমে ১৪ জনের মৃত্যুর খবর মিলেছে। এখনও একশোরও বেশি মানুষ নিখোঁজ। নিখোঁজ ২৩ জন সেনা কর্মীর মধ্যে একজনকে উদ্ধার করা গিয়েছে। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং রাজ্যবাসী ও বিভিন্ন রাজ্য থকে যাওয়া পর্যটকদের এই মুহূর্তে আরও বেশি সতর্ক থাকতে অনুরোধ করেছেন।

আরও খবর- প্রেমে ধোকা খেয়ে ২০ লিটার দুধ দিয়ে স্নান যুবকের! ভাবুন কান্ড

প্রকৃতির রোষে তছনছ সিকিম, আটকে পড়া পর্যটকদের উদ্ধারে নজিরবিহীন ভাবনা প্রশাসনের!

সিকিম সরকারে তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেগুলি হল- 03592-202892, 03592221152, 8001763383,

ফ্যাক্স নম্বর- 03592202042। এছাড়াও জরুরি ভিত্তিতে সহায়তার জন্য 112 ডায়াল করতে বলা হয়েছে প্রশাসনের তরফে।

এছাড়াও ভারতীয় সেনাবাহিনীও সিকিমে আটকে পড়া তাঁদের সেনা-সদস্য ও নিখোঁজ অন্যান্য ব্যক্তিদের পরিবারের জন্য তিনটি হেল্পলাইন নম্বর চালু করেছে। উত্তর সিকিমে সহায়তার জন্য ডায়াল করা যেতে পারে 8750887741,

পূর্ব সিকিমের জন্য – 8756991895 এবং ২২ নিখোঁজ সেনা সম্পর্কে অনুসন্ধানের জন্য হেল্পলাইন নম্বর হল 7588302011

ট্রেন্ডিং খবর