বাপু’ না থাকলে অচল টাকা! কেন ভারতীয় নোটে মহাত্মা গান্ধীর ছবি থাকে ? জানুন আসল কারণ

Follw Us Now

বাপু’ না থাকলে অচল টাকা! কেন ভারতীয় নোটে মহাত্মা গান্ধীর ছবি থাকে ? জানুন আসল কারণ

ভারতীয় নোটে মহাত্মা গান্ধীর ছবি

EKHON BHARAT :- এমন কোনও সরকারি দপ্তর নেই, যেখানে তার ছবি খুঁজে পাওয়া যাবে না। বেশিরভাগ সরকারি অনুষ্ঠানেও তাঁর ছবিতেই মাল্যদানের করা হয়। তবে আর কোথাও তিনি থাকুন বা নাই থাকুন, সবার মানিব্যাগে তাঁকে ঠিক খুঁজে পাওয়া যাবে। কারণটা অবশ্য নতুন করে বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, ঠিকই ধরেছেন কথা হচ্ছে, ভারতীয় টাকায় থাকা মাহাত্ম্য গান্ধীর ছবি। রিজার্ভ ব্যাঙ্কের মান্যতা পাওয়া সব নোটেই রয়েছে মহাত্মা গান্ধীর ছবি। তাও আবার একটা নয়, দু-দুটো।

আমরা দিনরাত পরিশ্রম করি যাতে অর্থ উপার্জন করতে পারি। সেই অর্থ দিয়ে আমরা নিজেদের যাবতীয় চাহিদা পূরণ করি। আপনি নিশ্চয়ই অনেককে বলতে শুনেছেন যে গান্ধীজি পকেটে থাকলে পৃথিবী হাতের মুঠোয়! অনেকে এও বলেন, বাপু’ না থাকলে অচল টাকা! আপনি কি জানেন, কেন ভারতীয় নোটে শুধুমাত্র গান্ধীর ছবি দেখা যায়? চলুন আজ জেনে নেওয়া যাক-

মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে নোটে গান্ধীজির ছবি বেরিয়েছিল প্রথমবার। সেই নোটটি ১৯৬৯ সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জারি করেছিল। সেই সময় যখন নোটটি ইস্যু করা হয়েছিল তখন এটি ছিল এক টাকার নোট। তার উপরে মহাত্মা গান্ধীর ছবি ছিল। ১৮ বছর পর ১৯৮৭ সালে ৫০০ নোটে গান্ধীজির ছবি ছাপা হয়েছিল। সেটাও আরবিআই জারি করেছিল। এর পর প্রতিটি নোটে গান্ধীজির ছবি ছাপানো হতে থাকে।

২০১৯ সালের নভেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫০০ ও ১০০০ টাকার নোট নিষিদ্ধ করেছিলেন। এর পর ভারত সরকার বাজারে নতুন নোট আনে। কিন্তু তার পরও গান্ধীজির ছবি নোট থেকে সরানো হয়নি। নোটে শুধু গান্ধীজির ছবি কেন লাগানো হল! এই প্রসঙ্গে আরবিআই জানিয়েছে, গান্ধীজির ছবি লাগানোর পিছনে কোনও বিজ্ঞান নেই। নোটগুলিতে যদি কোনও চিহ্ন ব্যবহার করা হয় তবে তা সহজেই অনুলিপি করা যেতে পারে।

বিষয়ে আরবিআই এও বলেছে, গান্ধীজি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, যাঁর চিন্তা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। ভারতকে স্বাধীন করতে গান্ধীজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। নোটে অন্য কারও মুখ থাকলে বিরোধিতার মুখে পড়তে হত। সেই সময় গান্ধীজি কলকাতায় ভাইসরয় হাউসে মায়ানমার ও ভারতের তৎকালীন ব্রিটিশ স্টেট সেক্রেটারি ফ্রেডরিক পেথিক লরেন্সের সাথে দেখা করেন। তখনই একটি ছবি তোলা হয়। সেই ছবিটাই সব নোটে ব্যবহার করা হয়।

আরও খবর- স্কুলে যাওয়ার রাস্তা নেই , জল-কাদা পেরিয়েই স্কুল , অগত্যা খালি পায়েই স্কুলে যায় কালনার পড়ুয়ারা

বাপু’ না থাকলে অচল টাকা! কেন ভারতীয় নোটে মহাত্মা গান্ধীর ছবি থাকে ? জানুন আসল কারণ

দেশ স্বাধীন হওয়ার পর যে টাকা চালু হয়েছিল সেখানে মূলত অশোক স্তম্ভের ছবি ছিল। সেইসঙ্গে আরও কিছু জাতীয় চিহ্নের ছাপ থাকলেও কোনও ব্যক্তির ছবি সেইসব নোটে থাকত না। তবে শোনা যায়, এই নোট সহজেই জাল করা যেত। একসময় যা রীতিমতো সমস্যার কারণ হয়ে ওঠে। সমস্যা মেটাতে তড়িঘড়ি নোট বদলের সিদ্ধান্ত নেয় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। ১৯৬৯ সালে প্রথমবার অশোকস্তম্ভের বদলে টাকায় এল গান্ধীজির ছবি। মনে করা হয়, নকল রুখতেই নোটে কোনও ব্যক্তির ছবি রাখার সিদ্ধান্ত নেয় রিজার্ভ ব্যাঙ্ক।

ট্রেন্ডিং খবর