দুর্গাপুজোতেও ‘ওহ লাভলি’, এ বছর লিলুয়ার থিমে কামারহাটির ‘কালারফুল বয়’

Follw Us Now

দুর্গাপুজোতেও 'ওহ লাভলি', এ বছর লিলুয়ার থিমে কামারহাটির 'কালারফুল বয়'

কামারহাটির ‘কালারফুল বয়’

EKHON BHARAT :- রাজনীতির ময়দান ছাড়িয়ে গান, ছবি দুই ক্ষেত্রেই একের পর এক বোমা ফাটিয়েছে বিনোদনের জগতে। আরও এক ল্যান্ডমার্ক গড়লেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। এ বার সেই মদন মিত্রের প্রবেশ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আঙিনায়। কী বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছেন না? বিষয়টা তাহলে খোলসা করেই বলা যাক-

দর্শনার্থীদের নজর কাড়তে প্রতিবছরই দুর্গাপুজোয় পুজো কমিটিগুলোতে চলে থিমের লড়াই। থিমের অভিনবত্বের বাজারে, জলজ্যান্ত ব্যক্তিত্বকে নিয়ে এবার পুজোর নয়া চমক! রাজনীতি থেকে অভিনয় সব ময়দানেরই তারকা তিনি। কিছু দিন আগেই প্রকাশিত হয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘ওহ্‌ লাভলি’। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি কামারহাটির বিধায়ক মদন মিত্র। যার নাম বঙ্গ রাজনীতিতে সবার আগে আসে, সেই ‘কালারফুল বয়’ এবার পুজোর থিম !জানা গিয়েছে, হাওড়ার লিলুয়ার সোশ্যাল ইনস্টিটিউটশন অফ ইউথ ক্লাবের এ বছরের দুর্গাপুজোর থিম ‘ওহ লাভলি’। সেখানেই মাতৃ আরাধনায় ব্যস্ত মদন মিত্রের মূর্তি থাকবে মায়ের সামনে।

সেই পুজো কমিটিরই প্রতিমা তৈরি হচ্ছে কুমোরটুলিতে। শিল্পী মিন্টু পালের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে ‘পুরোহিত’ মদন মিত্রের মাটির মূর্তি। সেই মূর্তি দেখতে যান খোদ কামারহাটির বিধায়ক। থিমে মদন মিত্রকে দেখানো হয়েছে রাজা হিসেবে। আর সেই রাজবাড়িতেই হচ্ছে দুর্গাপুজো। তিনিই করবেন পুজো। এটাই থিম। সেই রাজা মদন মিত্রের মূর্তির তৈরি কাজ প্রায় শেষের পথে। কুমোরটুলিতে গিয়ে নিজেকে রাজা হিসেবে দেখে বেজায় খুশি মদন।

আরও খবর- বাইকে ভুলেও করবেন না এই ৪ কাজ, ধরা পড়লেই বিপদ

দুর্গাপুজোতেও ‘ওহ লাভলি’, এ বছর লিলুয়ার থিমে কামারহাটির ‘কালারফুল বয়’

তিনি বলেন, ‘লিলুয়ার সোশ্যাল ইনস্টিটিউশন অফ ইয়ুথ আমাকে রাজা হওয়ার সুযোগ দিয়েছে। পুজোর মাধ্যমে এই ক্লাব আমাকে চিরস্থায়ী করে দিল। মায়ের পূজারি হয়ে থাকব।’জমিদারি বেশে দেখা যাবে মদন মিত্রকে। পুরনো জমিদার বাড়ির আদলে তৈরি হচ্ছে মণ্ডপ থেকে মাতৃ প্রতিমা, সব কিছুই।  মদন মিত্র যেন আসল জমিদার। সেই ভাবেই তৈরি করা হচ্ছে মূর্তি। তাছাড়া যুব সমাজের কাছে স্টাইল আইকন মদন মিত্র। তাঁর পাঞ্জাবি ও ধুতির জমকালো সাজ অত্যন্ত প্রশংসীয়। এই পুজো মণ্ডপে মদন মিত্রের ব্যবহার করা ধুতি, পাঞ্জাবি, নাগরাই জুতো, সানগ্লাস সবই থাকবে।

ট্রেন্ডিং খবর