সোশ্যাল মিডিয়ায় লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে পা? সাবধান হোন

Follw Us Now

 

এখন ভারত : আখছাড় সোশ্যাল মিডিয়ায় ‘একটি কিনলে দুটি ফ্রি’ এমন বিজ্ঞাপন চোখে পড়ে। এর মধ্যে কিছু বিশ্বস্ত সংস্থা হলেও অনেক ক্ষেত্রে দেখা যায় তা ভুয়ো। আর এমনই এক ভুয়ো বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে এক লক্ষ টাকা খোয়ালেন মুম্বইয়ের এক গৃহবধূ।

বর্তমানে হ্যাকারদের দৌরাত্ম্য বাড়ছে। বিভিন্ন অ্যাপ কিংবা লিঙ্ক কাজে লাগিয়ে স্মার্টফোন থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে ব্যক্তিগত তথ্য। এবার সাইবার হানার শিকার হলেন মুম্বইয়ের ৫৯ বছর বয়সি এক গৃহবধূ। জানা গিয়েছে, ফেসবুক ব্যবহারের সময় একটি বিজ্ঞাপন চোখে পড়ে তাঁর। যেখানে লেখা ছিল, প্রথমবার অর্ডার করলে একটি প্রোডাক্টের সঙ্গে দুটি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। 

আর এই অফারের ফাঁদে পা দিতেই ঘটে বিপত্তি। ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য খতিয়ে দেখতে গিয়ে তাঁর চক্ষু চড়কগাছ হয়ে যায়। দেখেন, অ্যাকাউন্ট থেকে উধাও ১ লক্ষ টাকা! মঙ্গলবার তিনি কান্দিভালির (পূর্ব) সামতানগর থানায় এফআইআর দায়ের করেন। পুলিশকে জানান, ওই অফারটি কীভাবে পাওয়া যাবে তা জানতে একটি ফোন নম্বরের উল্লেখও ছিল। সেখানে ফোন করেন। তারপর তাঁকে বলা হয় অফারটি পেতে ১০ টাকা দিয়ে রেজিস্টার করতে হবে। এরপর তাঁকে একটি লিঙ্ক পাঠানো হয় এবং সেখানে তাঁর ব্যাঙ্কের তথ্য পাঠাতে বলা হয়। ব্যাঙ্কের কার্ডের তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকা ডেবিট হয়ে যায়। ফোনের ওপার থেকে বলা হয়, প্রযুক্তিগত ত্রুটির জন্য টাকাটি কেটেছে। তা দ্রুত ফিরিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে অন্য একটি ক্রেডিট কার্ডের তথ্য তাদের দিতে হবে। এরপর তিনি ফের একটি ক্রেডিট কার্ডের তথ্য দেন এবং সেখান থেকে আরও ৫০ হাজার টাকা কাটা হয়। এই ঘটনার পরই সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ, অচেনা কোনও লিঙ্কে ক্লিক করে নিজের ব্যাঙ্কের ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। তাহলে এরকম পরিণতি আপনারও হতে পারে। তাই সতর্কতা অবলম্বন করুন।  

ট্রেন্ডিং খবর