ভালো কাজের উপহারস্বরূপ গাড়ি পেলেন এই কোম্পানির কর্মীরা

Follw Us Now

 

এখন ভারত : ভালো কাজের উপহার হিসাবে ১০০ জন কর্মীকে গাড়ি দিল চেন্নাইয়ের এক আইটি কোম্পানি। কর্মীদের মারুতি সুজুকির বড়ো ফ্যামিলি কার দেওয়া হয়েছে। আর এতে বেজায় খুশি আইডিয়াস টু আইটি কোম্পানির মার্কেটিং হেড সুব্রহ্মণম। তিনি বলেন, ‘আমাদের ১০০ জন কর্মচারীকে ১০০টি গাড়ি উপহার দিলাম। এঁরা ১০ বছরেরও বেশি সময় ধরে আমাদের কোম্পানির অংশ। আমাদের কোম্পানির ৫০০ কর্মী রয়েছেন। কর্মীদের পরিশ্রমের ফলে কোম্পানি যেভাবে লাভবান হয়েছে তা কর্মীদের মধ্যে ফিরিয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য।’

এই উপহার প্রসঙ্গে আইডিয়াস টু আইটি-র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুরালি বিবেকানন্দ বলেন, ‘কর্মীরা কোম্পানির উন্নতির জন্য অনেক চেষ্টা করেছে। কোম্পানি কর্মীদের গাড়ি দিচ্ছে না, বরং কঠোর পরিশ্রম দিয়ে কর্মীরা এই গাড়ি অর্জন করেছেন। ৭-৮ বছর আগেই আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, কোম্পানি লক্ষ্যপূরণ করতে পারলেই লাভের অংশ ভাগ করে নেওয়া হবে। সেই প্রতিশ্রুতি মতো গাড়ি দিয়ে কর্মীদের পুরস্কৃত করা হল। এটা প্রথম পদক্ষেপ। আমরা অদূর ভবিষ্যতে এই ধরনের আরো উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছি।’ তবে কেবল গাড়ি নয়, কোম্পানির লভ্যাংশ কর্মীদের মধ্যে বণ্টনের উদ্দেশ্যে সোনার কয়েন এমনকী আইফোনও উপহার হিসাবে দেওয়া হয়েছে। কোম্পানির এই মনোভাবে বেজায় খুশি কর্মীরা। কোম্পানির এক কর্মী প্রশান্ত জানান, ‘গাড়ির মতো উপহার পেয়ে খুব খুশি। কোম্পানির এই চিন্তাধারা আমাদের অনুপ্রাণিত করবে।’

তবে দক্ষিণের রাজ্যে এই ঘটনা প্রথম নয়। কয়েকদিন আগেই সাস কিসফ্লো নামের সার্ভিস আইটি কোম্পানি তাদের ৫ সিনিয়র এক্সিকিউটিভকে কোম্পানির গ্রোথ দেখে বিএমডব্লিউ উপহার দেয়। 

ট্রেন্ডিং খবর