বিদেশ ভ্রমণ কি
EKHON BHARAT :- বিদেশ ভ্রমণ আমরা অনেকেই করেছি। সেখানে নানা মানুষ তাদের আচার-আচরণ স্থাপত্য ভাস্কর্য বহু জিনিসের সঙ্গে পরিচয় ঘটেছে আমাদের। যদিও বিদেশ ভ্রমণে না গেলেও এসব সম্পর্কে অনেকেরই বিস্তার জ্ঞান রয়েছে। আপনারও নিশ্চয়ই বেশ কিছু ধারণা রয়েছে! তবে জানেন কি বেশি এমন একটি দেশ রয়েছে যেখানে জনসংখ্যা মাত্র ২৭। শুনে নিশ্চয়ই ভাবছেন আপনি ভুল শুনছেন! অথবা আপনার সামনে ভুল তথ্য তুলে ধরা হচ্ছে। জানলে অবাক হবেন তেমনটা নয়! সত্যিই সংখ্যাটি ২৭।
আসলে এ বিশ্বে এমন অনেক কিছুই রয়েছে যা আমাদের এখনো অজানা। তবে জানলে অবাক হতে হয়। তেমনই একটি হল বিশ্বের ক্ষুদ্রতম ও সবথেকে কম জনসংখ্যার দেশ। পৃথিবীর সব থেকে ছোট দেশের নাম জিজ্ঞাসা করলে বেশিরভাগ লোকেই ভ্যাটিকান সিটির কথা বলে। কিন্তু আপনারা জেনে অবাক হবেন পৃথিবীতে ভ্যাটিকান সিটির থেকেও অনেক ছোট দেশ রয়েছে। যার আয়তন ও জনসংখ্যা জানলে আপানর চক্ষু চড়ক গাছ হবে। এমনই একটি দেশের নাম হল ‘প্রিন্সিপালিটি অব সিল্যান্ড’। সংক্ষেপে এটিকে ‘সিল্যান্ড’ ও বলা হয়।
আরও খবর সিভিক ভলান্টিয়ারের ঘুষ নেওয়ার ফানি ভিডিও বানাতে গিয়ে কী হাল হল যুবকদের – দেখুন একবার আপনিও
এই দেশের জনসংখ্যা মাত্র ২৭ জন! বিশ্বের ক্ষুদ্রতম স্বঘোষিত দেশ এটি, রয়েছে রাজা-রানি, মুদ্রা, পাসপোর্ট
অবশ্য পৃথিবীতে স্বীকৃত যে প্রায় ২০০ টি দেশ রয়েছে সেই তালিকায় এখনও স্বীকৃতি পায়নি ‘প্রিন্সিপালিটি অব সিল্যান্ড’। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এত ছোট্ট দেশ কোথায় রয়েছে? সিল্যান্ড ইংল্যান্ডের সমুদ্রতীর থেকে ১০ কিমি দূরে অবস্থিত। একে মাইক্রো নেশন বলা হয়ে থাকে। ক্ষুদ্রতম এই দেশটির মোট আয়তন ৫৫০ স্কয়ার মিটার। ইংল্যান্ডের উত্তর সাগরে এই রাষ্ট্রটির অবস্থান। দেশটিতে ইংরেজি ভাষা প্রচলিত। সেখানে মুদ্রার নাম সিল্যান্ড ডলার। তবে বাইরের কোনো দেশে এই মুদ্রা চলে না। এই দেশের সবচেয়ে অবাক করা বিষয় হলো সেখানকার জনসংখ্যা। আমাদের দেড়শো কোটির দেশ যা জানলে হাসবে। কারণ সিল্যান্ডের জন সংখ্যা মাত্র ২৭ জন।
পৃথিবীর অন্য কোনও দেশ সিল্যান্ডকে স্বীকৃতি না দিলেও কেউ তাদের বিরোধিতা করেনি। দেশটির নানা সময়ে নান ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে এসেছে। তবে ছোট হলেও সিল্যান্ডের নিজস্ব রেডিও স্টেশও রয়েছে। অনেকে ঘুরতেও যান এখানে।