যেতে হবে না বিদেশে, সপ্তাহন্তে এক টুকরো সিঙ্গাপুর মিলবে দিঘাতেই

Follw Us Now

যেতে হবে না বিদেশে, সপ্তাহন্তে এক টুকরো সিঙ্গাপুর মিলবে দিঘাতেই

EKHON BHARAT :- রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই অন্যতম পর্যটন কেন্দ্র হিসাবে দিঘাকে আরো নতুনভাবে সাজিয়ে তুলতে মন দিয়েছে রাজ্য সরকার। ওড়িশা সীমান্ত লাগোয়া এই পল্লি এখন বাজেট ফ্রেন্ডলি বাঙালির অন্যতম প্রিয় ডেস্টিনেশন। যদিও এমনিতেই বাঙালির সবচেয়ে প্রিয় বেড়ানোর জায়গা গুলির মধ্যে একটি হল সমুদ্র সৈকত নগরী দিঘা। ছুটির দিন হোক কিংবা উইকেন্ড, দিঘায় এসে সমুদ্র স্নানে মজা উপভোগ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া হয়তো মুশকিল। তাই দিঘাকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে এবার বিদেশের মজা বাঙালির ঘরের পাশে দিঘায়।

ইতিপূর্বে দিঘায় পর্যটকদের জন্য জগন্নাথ ধাম মন্দির নির্মাণ করা হয়েছে। সেই কাজ শেষের পথে। আগামী বছর শুরুর দিকে লোকসভা ভোটের আগেই মন্দিরের উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। তবে তার আগেই পর্যটকদের জন্য এল আরও এক সুখবর। এবার দিঘায় যোগ হতে চলেছে বিনোদনের নতুন ডোজ। বিদেশি পর্যটনস্থানের আদলে গড়ে উঠতে চলেছে নয়া পার্ক।

জানা গিয়েছে, সিঙ্গাপুরের আদলে এবার দিঘায় গড়ে উঠতে চলেছে ‘আন্ডার ওয়াটার পার্ক’। দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের এক আধিকারিক জানিয়েছেন, শুরু হয়েছে জমি চিহ্নিত করার প্রক্রিয়া। দিঘায় সিঙ্গাপুরের মতো আন্ডার ওয়াটার পার্ক তৈরির সিদ্ধান্ত হয়েছে। হিডকোকে এই পার্ক তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। তারাই পরিকল্পনা করা থেকে বাস্তবায়নের দায়িত্বে রয়েছে।

যেতে হবে না বিদেশে, সপ্তাহন্তে এক টুকরো সিঙ্গাপুর মিলবে দিঘাতেই

নিম্নচাপের জেরে শিকেয় উঠেছে পুজোর কেনাকাটা, বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা?

কিন্তু কী এই আন্ডার ওয়াটার পার্ক? আন্ডার ওয়াটার পার্ক হল এক বিশাল অ্যাকোয়ারিয়াম যেখানে থাকে সামুদ্রিক প্রাণীরা। সমুদ্র থেকে জল এনে এই অ্যাকোয়ারিয়ামের বাস্তুতন্ত্র সচল রাখা হয়। অ্যাকোয়ারিয়ামে থাকে একটি কাচের সুড়ঙ্গ। যেখান থেকে দর্শকরা সামুদ্রিক প্রাণীদের পর্যবেক্ষণ করতে পারেন। একেবারে সিঙ্গাপুরের ধাঁচে সমুদ্রের জলের নীচে টানেলে নেমে জলের নীচে সমস্ত প্রাণীদের দেখা যাবে বলে জানা গিয়েছে। দিঘাকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে একদিকে যেমন মেরিন ড্রাইভ তৈরি হয়েছে এছাড়াও বিশ্ব বাংলা পার্ক, ঢেউ সাগর পার্ক দিঘার মুকুটে নয়া পালক জুড়েছে। এবার আরও একটি পালক জুড়তে চলেছে।

ট্রেন্ডিং খবর