EKHON BHARAT:- রাস্তাঘাটে বেড়েছে বিভিন্ন যানবাহনের সংখ্যা। ফলে বেড়ে চলেছে পথদুর্ঘটনাও। তাই দুর্ঘটনা ঠেকানোর জন্য চার চাকা চালকদের পাশাপাশি দু চাকা চালকদের জন্যও একাধিক নিয়ম চালু করা হয়েছে। যা অমান্য করলে শাস্তির মুখে পড়তে হয়। দিতে হয় ভারী জরিমানা। ঠিক সেরকমই নির্দিষ্ট মোটর ভেহিকেল আইন জারি করা হয়েছে সরকারের তরফ থেকে। সেই মোটর ভেহিকেল আইন অনুযায়ী, আপনার মোটরবাইকে কোন শিশু থাকলে কত গতিবেগে গাড়ি চালাতে হবে তা জানা উচিত। কেননা তার থেকে বেশি স্পিড উঠলেই দিতে হবে জরিমানা।
জেনে রাখা ভালো, মোটর বাইকে শিশু হোক অথবা অন্য যে কেউ সাওয়ারি করুন না কেন তার হেলমেট পরা বাধ্যতামূলক।১৯৮৯ মোটর ভেহিকেল আইনে মোটর বাইকে শিশু সাওয়ারি করলে কত গতিবেগে মোটরবাইক চালাতে হবে তা জানানো হয়েছে। এই নিয়ম হল বাইকের পিছনের সিটে যদি শিশুর বয়স ৯ মাস থেকে ৪ বছরের মধ্যে থাকলে চালকদের একটি নির্দিষ্ট গতি মেনে চলতে হয়। এর বেশি হলে সেই বাইক চালককে শাস্তির আওতায় আনা হবে।
এক্ষেত্রে বাইকের গতিবেগ কখনোই ঘন্টায় ৪০ কিলোমিটারের বেশি করা যাবে না। সরকারি নিয়ম অনুসারে, এই নিয়ম না মানলে জরিমানা দিতে হবে। তবে এর পাশাপাশি এমন নিয়ম না মেনে চলা মানে আপনার শিশুর জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া। এছাড়াও চার বছরের নিচে থাকা শিশুদের মোটরবাইকে সাওয়ারি করানো হলে তাদের জন্য সেফটি হার্নেস এবং ক্র্যাশ হেলমেট পরা বাধ্যতামূলক। এছাড়াও কেন্দ্রের নির্দেশ অনুসারে এই সেফটি হার্নেস হতে হবে অল্প ওজনের, ওয়াটারপ্রুফ এবং টেকসই। জানা গিয়েছে, এই গাইডলাইন শেষবার ২০২২ সালে জারি করেছিল সরকার। তবে ২০২৩ সাল থেকে আরও কড়াকড়ি ভাবে বাস্তবায়ন এই করা হবে এই নিয়ম। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।
শিশুকে নিয়ে বাইক চালাচ্ছেন? এর বেশি গতিবেগ হলেই দিতে হবে জরিমানা
More News – আরও ৭৫ লাখ মহিলাকে বিনামূল্যে এলপিজি সংযোগ , রান্নার গ্যাস নিয়ে নয়া ঘোষণা কেন্দ্রের
সম্প্রতি গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে কেন্দ্র সরকার। ইতিমধ্যেই সাধারণের জন্য ২০০ এবং উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা ৪০০ টাকা ছাড় পাবেন। এবার সাধারণ মানুষের জন্য ফের সুখবর। ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে রান্নার গ্যাস নিয়ে আরও এক বড় ঘোষণা করল মোদী সরকার।Continue Reading