EKHON BHARAT :- অতীতে এমন কোনও ঘটনার উদাহরণ খুব বেশি একটা পাওয়া যাবে না। মঙ্গলবার সকালে কলকাতার পুরসভায় ৬৯ নম্বর ওয়ার্ডে পৌঁছন রাজ্যপাল। ওই ওয়ার্ড অন্তর্ভুক্ত গুরুসদয় রোডের একটি আবাসানের সামনে গাছ কাটা হচ্ছে। এই অভিযোগ গিয়েছিল রাজভবনে। অভিযোগ পেয়েই আবারও ‘অ্যাকশন’ মুডে রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সময় নষ্ট না করে ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের সাংবিধানিক প্রধান বোস।
রাজ্যের বিভিন্ন ইস্যুতে সি ভি আনন্দ বোসকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা গিয়েছে। যদিও এই নিয়ে বিতর্ক কম হয়নি রাজভবন-নবান্নের মধ্যে জটিলতাও তৈরি হয়েছে। এই পরিস্থিতির মধ্যে মঙ্গলবার সকালে বালিগঞ্জের ১২ নম্বর রোনাল্ড রোডে গাছ কাটার অভিযোগ পেয়ে সরজমিনে তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলেন রাজ্যপাল।
জানা গিয়েছে, ওই এলাকার দীর্ঘদিনের একটি পুরনো গাছ কেটে ফেলা হয়েছে। সম্ভবত, প্রমোটিং হচ্ছে সেখানে। সেই কারণেই গাছ কাটা হয়েছে বলে মনে করা হচ্ছে। এবার শিক্ষাদফতরের বাইরে বেরিয়ে রাজ্যপালকে গাছ কেটে ফেলার প্রতিবাদ করতে দেখা গেল তাঁকে। শুধু তাই নয়, পিপুল গাছের স্মরণে রাজভবনে একশোটি পিপুল চারা রোপণ করবেন তিনি। এই প্রতিশ্রুতিও দিয়েছেন।
এদিন স্থানীয়দের সঙ্গে অনেকক্ষণ কথা বলে রাজ্যপাল। তাঁদের অভাব অভিযোগের কথাও শোনেন রাজ্যপাল। স্থানীয় বাসিন্দারা রাজ্যপালকে জানিয়েছেন, গাছ কাটার কথা তাঁরা কলকাতা পুরসভার উদ্যান বিভাগের ডিজিকে জানিয়েছেন। কিন্তু পুরসভার তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বন দফতরের লোকজন এসে গাছ কাটা বন্ধ করে দেয়। উল্লেখ্য, উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে উঠেছে। এই পরিস্থিতিতে এদিনের ঘটনা ফের নতুন করে বিতর্ক তৈরি করবে কি না তা ভবিষ্যত বলবে।
বেআইনিভাবে বড় গাছ কাটার অভিযোগ, বালিগঞ্জে পৌঁছে যেভাবে রুখে দাঁড়ালেন রাজ্যপাল
LPG GAS এবার সারাজীবনের জন্য মাত্র ৪৫০ টাকায় মিলবে গ্যাস সিলিন্ডার ! বড় ঘোষণা খোদ মুখ্যমন্ত্রীর
More News – এবার টিকিট কেটে জগন্নাথ দর্শন, পুরীর মন্দিরে প্রবেশের নিয়মে ফের বদল
আর দিন কয়েকবারই দুর্গাপুজো। অনেকেই এই সময় লম্বা ছুটি পেয়ে এদিক-ওদিক কোথাও বেড়া বেড়াতে যান। আপনিও কি পুরীর মন্দির দর্শনের কোনও পরিকল্পনা করছেন? জানেন কি শ্রী জগন্নাথ দেবের দর্শনের জন্য বেশ কিছু বদল আসতে চলেছে ? বদলে যাচ্ছে নিয়মকানুন। Continue Reading