এখন ভারত : মরুশহর ছেড়ে আচমকাই তিলোত্তমার বুকে এসে হাজির উট। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উবেরের উট সার্ভিস ভাইরাল হয়েছে। ফেসবুক খুললেই এখন চোখে পড়ছে উবেরের নতুন সার্ভিস! উবেরের উট চলছে কলকাতার বিভিন্ন রাস্তায়। গরমের তীব্রতা এতোই যে কলকাতার বিভিন্ন জায়গায় এবার উটে চড়ে যাওয়া যাবে। আর সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে সেই পোস্ট।
এপ্রিল মাসের শেষেই রাজ্যের তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪০ ডিগ্রির উপরে। এখনও মে, জুন, জুলাই মাস বাকি। কলকাতার গরম দেখে মনে হচ্ছে এ যেন এক মরুশহর। এই গরমকে কেন্দ্র করেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের মিম ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সবথেকে বেশি ভাইরাল হয়েছে উবেরের উট সার্ভিস। এটি আসলে মজা করে তৈরি করা হয়েছে। কখনও দেখা যাচ্ছে কলকাতার কোনও স্টেশনে ঘুরে বেড়াচ্ছে উট আবার কখনও দেখা যাচ্ছে কলকাতার কোন রাস্তায় হেঁটে বেড়াচ্ছে সে। উবেরের রেট চার্টে গাড়ির বদলে উটের ছবি। সেখানে বলা হয়েছে, কলকাতার বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য উট বুক করা যাবে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবিটি নিয়েই উত্তাল নেটদুনিয়া। কলকাতায় যা গরম এখন তা একমাত্র উটেরাই সহ্য করতে পারে। তবে কলকাতা ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে পাল্লা দিয়ে বেড়ে চলেছে গরম। তীব্র তাপপ্রবাহে সকলের অবস্থা খুব খারাপ।