এখন ভারত : সকালে গিন্নি এখনও গ্যাসে চা চাপাননি, কিন্তু তার আগেই হেঁসেলের আগুন আরও খানিকটা বেড়ে গেল। গৃহস্থের পকেটে চাপ বাড়াতে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। ঠিক যেন করোনা! মাঝেমধ্যে কমলেও আবার মাথাচাড়া দিয়ে ওঠে দাম। দেশের ওয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। লাগাতার বাড়তে থাকা পেট্রোল ডিজেলের দামের সঙ্গে পাল্লা দিয়ে এবার ঊর্ধ্বমুখী বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। ১মে থেকে সিলিন্ডার প্রতি দাম বেড়ে গেল ১০৩ টাকা ৫০ পয়সা। এদিকে, এক ধাক্কায় এতটা দাম বাড়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়লেন হোটেল এবং রেস্টুরেন্ট মালিকরা। বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ার ফলে বাড়তে চলেছে হোটেল-রেস্তোরাঁর খাবারের দামও। একই সঙ্গে প্রভাব পড়বে খাবারের হোম ডেলিভারি ইত্যাদির দামেও। এর পাশাপাশি এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে চলেছে মধ্যবিত্তের পকেটেও।
বর্তমান দাম কত?
দেশে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১০২ টাকা ৫০ পয়সা বাড়ল। এখন থেকে ১৯ কেজির এই সিলিন্ডার কলকাতায় পাওয়া যাবে ২ হাজার ৪৫৫ টাকায়। উল্লেখ্য, অক্টোবর ২০২১ থেকে ১ ফেব্রুয়ারি ২০২২ এর মধ্যে এই সিলিন্ডারের দাম বেড়েছে মোট ১৭০ টাকা। দিল্লিতে একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম অক্টোবর মাসে ১৭৩৬ টাকা ছিল। নভেম্বরে এক ঝটকায় তা বেড়ে দাঁড়িয়েছিল ২০০০ টাকা। যদিও ফেব্রুয়ারিতে দাম কমেছিল। ১ মার্চ ফের ১০৫ টাকা বাড়ানো হয় বাণিজ্যিক গ্যাসের দাম। এরপর ২২ মার্চ দাম ৯ টাকা কমলেও ১ এপ্রিল এক লাফে বেড়ে যায় ২৫০ টাকা।
অর্থাৎ, এবার থেকে দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার কিনতে খরচ হবে ২৩৫৫ টাকা ৫০ পয়সা। ৫ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার কেনার জন্য খরচ হবে ৬৫৫ টাকা। মুম্বইয়ে আগে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ২২০৫ টাকা। বর্ধিত মূল্য দাঁড়ালো ২৩০৭ টাকা। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার কিনতে খরচ হত ২৩৫১ টাকা। এবার থেকে খরচ হবে ২৪৫৫ টাকা। চেন্নাইয়ে ১৯ কেজির সিলিন্ডার কিনতে আগে খরচ হত ২৪০৬ টাকা। কিন্তু এবার তা বেড়ে হল ২৫০৮ টাকা।
তবে এরমধ্যে স্বস্তির খবর হল, বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও বাড়ানো হয়নি ঘরোয়া রান্নার সিলিন্ডারের দাম। মার্চের শুরুতে রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছিল। কিন্ত গত দুমাসের মধ্যে আর বাড়ানো হয়নি দাম। তাই কলকাতায় ১৪ কেজির গ্যাস সিলিন্ডার মিলছে ৯৭৬ টাকায়।
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের জেরে বিশ্ববাজারে তেল ও প্রচলিত শক্তির দাম হুহু করে বেড়ে চলেছে। জ্বালানি সরবরাহ নিয়েও বেড়েছে উদ্বেগ। তাই ভয়াবহ মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির বাজারে ঘরোয়া রান্নার গ্যাসের দামও কখন চোখ রাঙায় তা বলা কঠিন।