এখন ভারত: দৈনন্দিন জীবনে আমরা যে সব জিনিস ব্যবহার করি তারমধ্যে অধিকাংশ জিনিসের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। তবে সেই সমস্ত জিনিসের মেয়াদ অতিক্রান্ত করলেই এবং তার শর্তে সেই জিনিস ব্যবহার করলে ঘটতে পারে বিপদ। তবে দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রান্নার গ্যাসের সিলিন্ডার। সিলিন্ডার অবশ্যই বাড়িতে ব্যবহার করার আগে দেখে নিন সিলেন্ডারটি এক্সপারি কিনা এবং তারি সাথে প্রথমে দেখবেন সিলিন্ডারে expiry date ঠিক কত রয়েছে। মূলত বাড়িতে গ্যাস শেষ হয়ে গেলে গ্যাস সিলেন্ডার অফিসে কল করি কিংবা মোবাইল এর মাধ্যমে অর্ডার করলে এক সপ্তার মধ্যে সেই গ্যাস সিলিন্ডার ডেলিভারি করতে আসে ডেলিভারি বয়রা। সেই সময় সিলিন্ডারের এক্সপায়ারি ডেট দেখে তবেই সেটি নেবেন আপনি। আর যদি আপনি সিলিন্ডারের এক্সপায়ারি ডেট দেখতে বা বুঝতে না জানেন তাহলে কোনও সমস্যা নেই গ্রাহকদের সিলিন্ডারের এক্সপায়ারি ডেট বুঝিয়ে দেওয়ার জন্য গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি সিলেন্ডারের মধ্যে লিখে রাখেন তার এক্সপায়ারি ডেট। কিন্তু তা লেখা থাকে মূলত কোড ল্যাঙ্গুয়েজে, যা দেখে বোঝা সাধারণত একটু মুশকিল। আপনি নিশ্চয়ই ভাবছেন কিভাবে বুঝবেন সিলিন্ডারের ডেট এক্সপায়ারি হয়েছে তাইতো। তাহলে চলুন আজ জেনে নেয়া যাক সিলিন্ডারে এক্সপায়ারি ডেট কিভাবে বুঝবেন আপনি। সিলিন্ডারের মেয়াদ মূলত লেখা থাকে সিলিন্ডারের উপরের বৃত্তাকার রিং থাকে তার তিনটি বারের উপর। তাতে লেখা থাকে সিলেন্ডার মেয়াদ হওয়ার নম্বরটি সেই নম্বরটি দেখে অতি সহজে বুঝে নিতে পারবেন মেয়াদটি। এই স্ট্রিপগুলির মধ্যে একটিতে কালো রঙের উপরে কিছু সংখ্যা ও অক্ষর লেখা থাকে সেটি মূলত সিলিন্ডারের মেয়াদ নির্দেশ করে। অনেক সময় সিলিন্ডার ডেলিভারি বয়রা জানেন না, তারা যেই সিলিন্ডারটি ডেলিভারি করছেন তার মেয়াদ ঠিক কতখানি। এমনকি সিলিন্ডারের মেয়াদ কোড অনুসারে লেখা থাকার কারণে খুব দ্রুত বোঝাটাই মুশকিল সকলের কাছে সুতরাং গ্রাহকরাও অনেক সময় বুঝে উঠতে পারেন না ডেলিভারি মেয়াদ মূলত কি দেয়া রয়েছে। সিলিন্ডারের গায়ে সর্বদা আপনি দেখতে পারবেন সেখানে লেখা থাকতে দেখা যায় A, B, C, D সহ দুটি সংখ্যা। সেই সংখ্যা দুটি সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার সময়কে নির্দেশ করে। এর সাথে সাথে A, B, C, D এই চারটি ইংরেজি অক্ষরের মধ্য দিয়ে মাসকে বোঝানো হয়। A হল জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত, B হল এপ্রিল থেকে জুন পর্যন্ত, এবং C হল জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এছাড়া D হল আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত। সুতরাং এবার কোন সিলিন্ডারের গায়ে যদি C 23 লেখা থাকে তাহলে দ্রুত বুঝে নিতে হবে আপনার কাছে উপস্থিত থাকা যে গ্যাস সিলিন্ডারটি রয়েছে তার মেয়াদ শেষ হচ্ছে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে।