এখন ভারত : ভিভিআইপি নয়, মন্ত্রী হয়েও একেবারে সাধারণ মানুষদের মতো স্নান করছেন সাধারণ বাথরুমে! তাও আবার নলকূপের জলে। মগ-বালতিই একমাত্র উপকরণ। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি পোস্ট করেছেন খোদ উত্তরপ্রদেশের ওই মন্ত্রী। তাঁর দাবি, যোগীরাজ্যে মন্ত্রী আর সাধারণ মানুষের জীবনযাপনে দূরত্ব নেই। এটাই যোগী আদিত্যনাথের শাসন ব্যবস্থা। নেটিজেনরা মন্ত্রীর এই কাজ প্রশংসা করতে পিছপা হচ্ছেন না।
উত্তরপ্রদেশের ওই মন্ত্রী হলেন নন্দ গোপাল গুপ্তা। তিনি বাণিজ্য উন্নয়ন মন্ত্রী। সম্প্রতি তিনি রাজ্যের শাহজাহানপুরে পরিদর্শনে গিয়ে জেলার চাক কানহাউ গ্রামের এক বিজেপি কর্মীর বাড়িতেই রাত কাটান। পরদিন সকালে স্নান সারেন সেখানেই। সেই স্নানের ভিডিওই পোস্ট করেন মন্ত্রী। যেখানে দেখা গেছে, নলকূপের জলে অতি সাধারণ বাথরুম স্নান করছেন তিনি। আরও একটি ভিডিও পোস্ট করেন মন্ত্রী। সেখানে তাঁকে একটি প্লাস্টারহীন ঘরে তৈরি হতে দেখা যায়। ওই ঘরে আসবাব বলতে রয়েছে মাত্র ২টি খাটিয়া।
ভিডিওটির সঙ্গে মন্ত্রী হিন্দিতে লেখেন, ‘এটাই আগের সরকারের সঙ্গে যোগী সরকারের পার্থক্য। সাধারণ মানুষের সঙ্গে এই সরকারের দূরত্ব নেই। জীবনযাপনে কোনও পার্থক্যও নেই। এই সরকারের কোনও ভিআইপি কালচার নেই।’
এক্ষেত্রে বলে রাখি, গত সপ্তাহতে তিনি বরেলি জেলায় এক স্থানীয় বাসিন্দার বাড়িতে রাত কাটান। সেখানেও তিনি স্নান করেন এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। অনেক নেটিজেন মন্ত্রীর এই আচরণের প্রশংসা করেছেন।