দুর্ধর্ষ খেলেও আরসিবিকে জেতাতে পারলেন না এলিস পেরি

Follw Us Now

ডব্লিউ পি এল এ আরসিবির হাড়ের ধারা অব্যাহত রইল এবারে দিল্লি ক্যাপিটালস এর কাছে ৬ উইকেটে হারল রয়াল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ভালো খেলেও দলকে জেতাতে পারলেন না এলিস পেরি। তার বাহান্ন দলের ৬৭ রানের ঝড়ুই ইনিং কার্যত কোন কাজে লাগলো না তার ব্যাটিংয়ের জন্যই দিল্লির সামনে দেড়শ রানের লক্ষ্যমাত্রা দিতে সক্ষম হয় আরসিবি তবে শেষমেষ ৬ উইকেটে জয়ী হয় দিল্লি, মন খারাপ আরসিবির সমর্থকদের।

এদিকে আইপিএলের মতন ডব্লিউ পি এল এর আরসিবি দলেও রয়েছেন তারকা ক্রিকেটাররা। অথচ দুটো দলেরই পারফরম্যান্সে অনেকটা মিল খুঁজে পাচ্ছেন দর্শকরা ডাবলু পি এল এর স্মৃতি মান্ধনার মধ্যে যেমন অনেকেই আইপিএল এর বিরাট কোহলির ছায়া খুঁজে পাচ্ছেন তেমনি এলিস পেরির সাথে অনেকেই মিল খুঁজে পাচ্ছেন এবি ডিভিলিয়ার্সের।

এখনো পর্যন্ত ডব্লিউপি এল এ আরসিবি জয়ের মুখ দেখতে পাইনি। এতে স্বাভাবিকভাবেই হতাশ দলের সমর্থকরা এই ম্যাচে ৫২ বলে ৬৭ রান করেছেন এলিস পেরি তার পারফরমেন্স মুগ্ধ করেছে সমর্থকদের তবে দিনের শেষে ম্যাচ হাতছাড়া হলো আরসিবি টিমের হতাশ অস্ট্রেলিয়ান অলরাউন্ডার এলিস পেরি। হতাশ আরসিবি র সমর্থকরা একটানা ৫ ম্যাচে হার্লো আরসিবি তবে দল শীঘ্রই জয়ের মুখ দেখতে পাবে এমনটাই আশা আরসিবির সমর্থকদের।

আরসিবি দলের আইপিএল টিমে যেমন রয়েছেন একাধিক তারকা ক্রিকেটার তেমনি আরসিবি ডব্লিউ পি এল টিমে রয়েছে নামি ক্রিকেটার তবে আইপিএলে এখনো পর্যন্ত রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর একবারের জন্য ট্রফি যেতে নেই। দলে একাধিক বড় বড় নাম রয়েছে খেলোয়ারদের ব্যক্তিগত ভালো পারফরম্যান্সের উদাহরণও রয়েছে তবে এখনো পর্যন্ত আইপিএলে একবারের জন্য ট্রফি ছুঁতে পারেনি, বিরাট কোহলির দল।

তবে এতে আরসিবির ফ্যান ফলোইং এ বিন্দুমাত্র প্রভাব পড়েনি, আরসিবির অনুরাগীরা দলকে ফাইনালে উঠতে তো দেখেছেন তবে ট্রফি হাতে নিতে দেখেননি বিরাট কোহলিকে। এদিকেও আরসিবির মহিলা দলের একটানা পাঁচ ম্যাচে হারের ফলে সমর্থকদের মন ভেঙেছে তবে দলের জেতার ছন্দে ফেরার বিষয়েও আশাবাদী তারা।

ট্রেন্ডিং খবর