নেতাজি সুভাষ স্টেট গেমসে অংশগ্রহণ করে সোনা ও রুপো ঘরে আনল কালনা

Follw Us Now

এখন ভারত : নেতাজি সুভাষ স্টেট গেমসে অংশগ্রহণ করে সোনা ও রুপো ঘরে তুলল কালনার কৃতি প্লেয়াররা। শনিবার সমুদ্রগড় নিমতলায় আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী স্বপন দেবনাথ তাঁদের হাতে সার্টিফিকেট ও মেডেল তুলে দেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা উসু অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি নারায়ন দাস।

প্রসঙ্গত উল্লেখ্য, ১৩ মে নদিয়া জেলার হরিণঘাটায় শুরু হয় বেঙ্গল অলিম্পিকস আয়োজিত অষ্টতম নেতাজি সুভাষ স্টেট গেমস। চলে ১৬ মে পর্যন্ত। এই গেমসে অংশগ্রহণ করেন কালনার ১৬ জন প্লেয়ার।

আর সেখানেই ‘উসু’ মার্শাল আর্টে অংশগ্রহণ করেন তাঁরা।

অলিম্পিকসে সব খেলাই এখানে প্রদর্শিত হয়। মেডেল তারা জয় করবে বলে আশাবাদী ছিল বর্ধমান জেলা। প্লেয়াররা আগে থেকে প্রস্তুতি নিয়েছিলেন যে এবছর ইভেন্ট যথেষ্ট দাপটের সঙ্গে খেলতে হবে। কারন বেশকিছু নতুন জেলা যুক্ত হয়েছে এ বছরের অলিম্পিকসে। কিন্তু সোনা তারা ঘরে তুলবেনই। আত্মবিশ্বাসের সঙ্গে এমনটাই জানিয়েছিলেন তাঁরা। করে দেখালেন তাই। এ গেমসে অংশগ্রহণ করে একটি সোনা ও দুটি রুপোর মেডেল ঘরে আনলেন তাঁরা।

বেঙ্গল অলিম্পিকস আয়োজিত নেতাজি সুভাষ স্টেট গেমসে অংশগ্রহণ করতে চলেছেন কালনার ১৬ জন প্লেয়ার। জানা গিয়েছে, নদিয়া জেলার হরিণঘাটায় আয়োজিত হতে চলেছে অষ্টতম নেতাজি সুভাষ স্টেট অলিম্পিক গেমস। ১৩ মে ২০২২ থেকে শুরু হওয়া এই গেমস চলবে ১৬ মে পর্যন্ত। আর সেখানেই ‘উসু’ মার্শাল আর্টে অংশগ্রহণ করতে চলেছেন বর্ধমান জেলার এই ১৬ জন প্লেয়ার।

অলিম্পিকসে সব খেলাই এখানে প্রদর্শিত হতে চলেছে। আর এর মধ্যেও ১০টি মেডেল তারা জয় করবে বলে আশাবাদী বর্ধমান জেলা। প্লেয়াররা মনে করছেন এবছর ইভেন্ট যথেষ্ট দাপটের সঙ্গে খেলতে হবে কারন বেশকিছু নতুন জেলা যুক্ত হয়েছে এ বছরের অলিম্পিকসে। কিন্তু সোনা তারা ঘরে তুলবেনই। আত্মবিশ্বাসের সঙ্গে এমনটাই জানিয়েছেন তাঁরা। পাশাপাশি তারা এও জানিয়েছেন যে, তাদের মধ্যে অনেকেই অভাবী ঘরের সন্তান হলেও এই জয় একদিন তাঁদের সরকারি চাকরির পথ খুলে দেবে।

ট্রেন্ডিং খবর