মাঙ্কি পক্সের লক্ষণগুলি কি কি, জেনে রাখুন

Follw Us Now

 এখন ভারত : ইতিমধ্যেই আমেরিকার বিভিন্ন অংশ, ইউরোপ, পশ্চিম আফ্রিকার একাধিক জায়গায় বেশ কিছু মানুষ মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েছেন। এবার ভারতের স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এ নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা জানান, মাঙ্কি পক্স গুটি বসন্তের মতোই একটি অসুখ। এটি একটি বিরল রোগ। ১৯৫৮ সালে এই অসুখ প্রথমবার দেখা যায়। তবে ১৯৭০ সালে মানুষের মধ্যে এই রোগের সংক্রমণ প্রথমবার দেখা যায়। কাঠবিড়ালি, ইঁদুর-সহ তীক্ষ্ণ দাঁতের পশুর থেকেই এই রোগ বেশি ছড়ায়। পশুর কামড়, আঁচড় এমনকী তাদের সংস্পর্শে এলেও এই সংক্রমণ হতে পারে। 

এই রোগের লক্ষণগুলি কী কী তা জেনে রাখুন – জ্বর, গায়ে ব্যথা, গায়ে বড়ো বসন্তের মতো গুটি গজিয়ে ওঠাকে আপাতত মাঙ্কি পক্সের উপসর্গ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফোস্কার মতো দেখতে যন্ত্রণাদায়ক গুটি হাতে, পায়ে, মুখে গজিয়ে উঠতে দেখলেও চিকিৎসকের পরামর্শ নিতে বলা হচ্ছে। এই রোগে আক্রান্তদের ১০% মারাও যেতে পারেন। এছাড়াও মাথার যন্ত্রণা, পেশিতে যন্ত্রণার সমস্যাও লক্ষণ হিসেবে দেখা যায়। মাঙ্কি পক্সের সমস্যা ২ থেকে ৪ সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। এই অসুখের উপসর্গ দেখা দেওয়ার কয়েকদিন পরই শরীরের নানা অংশে ছড়িয়ে পড়তে পারে।

এই মারণ ভাইরাসটি যাতে দেশে ছড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ন্যাশনাল সেন্টার ফর ডিজিড কন্ট্রোল ও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রক বিভিন্ন বিমানবন্দর ও বন্দর আধিকারিকদেরও বিষয়টি পর্যবেক্ষণে রাখতে বলেছে। 

ট্রেন্ডিং খবর