এখন ভারত : এ বছর পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষের ৭৭ তম স্বাধীনতা দিবস। ব্রিটিশদের হাতে প্রায় ২০০ বছর শোষিত হওয়ার পরে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পেয়েছিল ভারত। ১৯৪৭ সালে ১৫ আগস্ট পরাধীনতার বেড়াজাল থেকে মুক্ত হয়েছিল এই দেশ, জন্ম হয়েছিল স্বাধীন ভারতের। এর পর থেকে প্রতি বছর ১৫ আগস্টে সেজে ওঠে গোটা ভারত। প্রত্যেক দেশবাসী পালন করে স্বাধীনতা দিবস। জানেন কি শুধু মাত্র ভারত নয়, একই দিনে আরও পাঁচটি দেশ স্বাধীনতা পেয়েছিল। এই দেশগুলি ১৫ আগস্ট দিনটিকেই স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করে। এই দেশগুলি হল — উত্তর ও দক্ষিণ কোরিয়া, বাহরিন, লিচটেনস্টাইন, রিপাবলিক অফ কঙ্গো।
ভারত-
১৯৪৭ সালের ১৫ অগস্ট ভারতকে মুক্তি দেয় ব্রিটিশরা। তবে ভারত ছাড়ার আগে তারা ভারতকে দু’টি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত করে দিয়ে যায়। একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ ভারত এবং অন্যটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তথা পাকিস্তান। ভারতের স্বাধীনতা দিবসের একদিন আগে অর্থাৎ ১৪ অগস্ট পাকিস্তানে স্বাধীনতা দিবস পালন করা হয়।
উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া-
১৯৪৫ সালের ১৫ অগস্ট মুক্তি স্বাধীনতার মুখ দেখে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। প্রায় ৩৫ বছর পরে মার্কিন ও সোভিয়েত বাহিনী কোরিয়ান উপদ্বীপে জাপানের দখল ছেড়ে দেয়। ফলে জাপানি ঔপনিবেশিকতা কাটিয়ে স্বাধীনতা লাভ করে কোরিয়া। পরবর্তীকালে কোরিয়া উত্তর ও দক্ষিণ, দু’টি আলাদা রাষ্ট্রে বিভক্ত হয়ে যায়। এর প্রায় তিন বছর পর সোভিয়েত রাশিয়ার সমর্থনে উত্তর এবং আমেরিকার সমর্থনে দক্ষিণ কোরিয়ার জন্ম হয়। প্রতি বছর ১৫ অগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে দুই দেশ। এই দিনটি দুই দেশের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই সাধারণ গণ ছুটির দিনটিকে কোরিয়ায় ‘জাতীয় মুক্তি দিবস’ নামে অভিহিত করা হয়। কোরিয়ান ভাষায় এই দিনটিকে বলা হয় ‘গওয়াংবোকজিয়ল’। যার অর্থ ‘আলোর পুনরুদ্ধার’। স্বাধীনতা প্রাপ্তির প্রায় তিন বছর পর স্বাধীন কোরিয়ান সরকার গঠন করা হয়।
রিপাবলিক অব কঙ্গো-
আফ্রিকার মহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর হল রিপাবলিক অব কঙ্গো। কঙ্গোতে ফরাসি উপনিবেশের পতন ঘটে ১৯৬০ সালে। এই দেশের অগের নাম ছিল ফ্রেঞ্চ কঙ্গো। পরবর্তীকালে ১৯০৩ সালে নাম বদলে হয় মধ্য কঙ্গো। দীর্ঘ ৮০ বছর ফ্রান্সের উপনিবেশ থাকার পরে ১৯৬০ এর ১৫ই অগস্ট এই দেশটি স্বাধীনতা লাভ করে। রিপাবলিক অব কঙ্গোর রাজধানী হল ব্রাজাভিল্লি। বর্তমানে এই দেশের জনসংখ্যা প্রায় ৬০ লাখ।
বাহারিন-
ভারতের মতো এই দেশটিও এক সময় ধরে ইংরেজদের অধীনে ছিল। মধ্যপ্রাচ্যের এই দেশটিও ১৫ অগস্ট ব্রিটিশদের পরাধীনতার কবল থেকে মুক্ত হয়েছিল। ১৯৭১ সালে রাষ্ট্রসঙ্ঘের মধ্যস্থতায় ব্রিটিশ সাম্রাজ্যের পতন ঘটে এই দেশে। তবে শুধু ব্রিটিশরাই নয়, তারও আগে পর্তুগাল ও আরবের উপনিবেশ ছিল এই দেশটি। বাহারিনের রাজধানী শহর হল মানামা।
লিচটেনস্টাইন-
জার্মানদের হাত থেকে মধ্য ইউরোপের এই দেশটি ১৮৬৬ সালে স্বাধীনতা পায়। ১৯৪০ সালে সে দেশের সরকার ১৫ অগাস্টকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে বিশ্বের এই অন্যতম ছোট দেশটি এই দিনেই স্বাধীনতা দিবস পালন করে। এ দিন লিচটেনস্টাইনের রাজপরিবারের সঙ্গে খানাপিনা আর আনন্দ উৎসবে মেতে ওঠেন দেশের বাসিন্দারা।