এখন ভারত : কয়লা পাচার কাণ্ডে এবার তলব করা হল ক্যানিং পুর্বের বিধায়ক সওকত মোল্লাকে। শুক্রবার সকাল ১১টার মধ্যে তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।পাসপোর্ট, প্যান কার্ড, আধার কার্ড ও ভোটার কার্ড ও সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট নিয়ে হাজির হতে বলা হয়েছে। এমনকী, সওকত মোল্লার নামে যদি কোনও কোম্পানি থাকে তবে সেই সংস্থারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট জমা দিতে হবে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।
সূত্রের খবর, কয়লা পাচার কাণ্ডের তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লাকে নোটিশ পাঠিয়েছে। ওই নোটিশেই তাঁকে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।
সিবিআই আধিকারিকরা জানান, কয়লা পাচার কাণ্ডের তদন্তে নেমে জানা যায়, আসানসোল থেকে বেআইনিভাবে কয়লা রাজ্যের বিভিন্ন জায়গায় পাচার করা হত। নদিয়া জেলা আর দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়েও পাচার করা হত কয়লা। ক্যানিংয়ে কয়লা পাচারকারীদের জিজ্ঞাসাবাদ করে সওকত মোল্লার নাম উঠে আসে। কয়লা পাচার কাণ্ডে ক্যানিং পুর্বের বিধায়কের যোগ রয়েছে বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা।
এই পাচার কাণ্ডে ইতিমধ্যেই তৃণমূল সরকারের দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পরেশ অধিকারীকে তলব করে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলকেও জেরা করেছে সিবিআই। এবার তৃণমূল কংগ্রেসের বিধায়ক সওকত মোল্লাকে নিজাম প্যালেসে ডেকে পাঠাল সিবিআই।