এখন ভারত : কর্ণাটকের সিরসির বাসিন্দা মাজ সঈদ নামে এক যুবক ৩টি কোবরা সাপ নিয়ে কেরামতি দেখাতে গিয়ে আচমকা একটি কোবরা তাঁকে আক্রমণ করে বসে। যুবকের হাঁটুতে ছোবল মারে সাপটি। সাপের ছোবল খেয়ে সঈদ হাসপাতালে ভর্তি হন। সাপটির ছোবল মারার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা গেছে, সঈদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। চ্যানেলটি এরকম ভিডিওতে ভরা। তবে তাঁর সাম্প্রতিক স্টান্টটির পরিণতি ভয়ঙ্কর হয়ে ওঠে।
ভাইরাল হওয়া ফুটেজে দেখা যাচ্ছে, সাপটি স্টান্টম্যানের দিকে রাগে ফোঁসফোঁস করতে করতে গিয়ে হাঁটুতে কামড় দিচ্ছে। সাপটি সঈদের হাঁটুতে কামড়ে বেশ কিছক্ষণ ধরেছিল। কামড় ছাড়াতে সঈদ সাপের লেজ ধরে বেশ খানিকক্ষণ টানাটানিও করে।
টুইটারে এই ভিডিওটি শেয়ার করে মাজ সঈদের সমালোচনা করে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা লিখেছেন, ‘কোবরা সাপ খুব ভয়ানক। একে সামলানো প্রায় অসম্ভব। সাপ নড়াচড়াকে হুমকি হিসাবে বিবেচনা করে। নড়াচড়াকে অনুসরণ করে। মাঝে মাঝে এর প্রতিক্রিয়া মারাত্মকও হতে পারে।’ ভিডিওটি এখনও অবধি ৭০ হাজার মানুষ দেখেছেন।