ডাবলু পি এল তথা উইমেন্স প্রিমিয়ার লিগে মুম্বইয়ের জয়ের ধারা অব্যাহত ।টানা পাঁচ ম্যাচ জিতল হরমানপ্রীতের নেতৃত্বে থাকা মুম্বই। উদ্বোধনী ডব্লু পি এল এর প্রথম ম্যাচেও তারা মুখোমুখি হয়েছিল গুজরাটের।সেই ম্যাচে জেতে মুম্বই। আবারো গুজরাত জায়ান্টসের মুখোমুখি হয়ে ৫৫ রানের বড় ব্যবধানে জয়ী হলো মুম্বাই ইন্ডিয়ান্স।
এদিন মুম্বই ভার্সেস গুজরাটের ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন গুজরাটের ক্যাপ্টেন স্নেহরানা। মুম্বইয়ের ব্যাটিং ইনিংসের প্রথম ওভারে অ্যাশলে গার্ডেনারের বলে আউটার হেইলি ম্যাথুজ
যস্তিকা ভাটিয়া-ন্যাট সিবার জুটি এরপর মুম্বাইয়ের হয়ে বোর্ডে 74 রান যোগ করে তবে শিবার আউট হন ৩১ বলে ৩৬ রান করে ৪৪ রান করার পর রানা আউট হন যস্তিকা। একসময় মুম্বাই দেড়শ রান করতে পারবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল এরপর ভালো খেলে দলের রান এগিয়ে নিয়ে যান মুম্বাইয়ের ক্যাপ্টেন হারমান প্রীত কর মাত্র ৩০ বলে ৫১ রান করেন তিনি। তেরো বলে ১৯ রান করেন অ্যামিলিয়া কের। শেষমেষ ৮ উইকেট হারিয়ে ১৬২ রান করে মুম্বাই।
তবে গুজরাট জয়েনসের তরফে এদিন কোন বড় পার্টনারশিপ গড়ে উঠতে পারেনি প্রথম বলেই মুম্বাইয়ের নেট সি বার গুজরাটের উইকেট তুলে নেন তার বলে আউট হন সোফিয়া ডাঙ্কলি।
এরপর একের পর এক উইকেট হারাতে থাকে গুজরাট একটা সময় তারা ১০০ রানের গন্ডি পেরোতে পারবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হলেও শেষমেষ কুড়ি ওভার ১০০ সাত রান করে গুজরাট জামাই একটানা পাঁচ ম্যাচে জিতে পয়েন্ট তালিকায় শীর্ষ তিন স্থান নিশ্চিত করেছে মুম্বাই
মুম্বাই ইন্ডিয়ান্স এর পাশাপাশি প্রশংসিত হয়েছে হরমনপ্রীত কৌরের পারফরমেন্স উদ্বোধনী উইমেন্স প্রিমিয়ার লিগ অভিযান গুজরাট ডান্স এর বিরুদ্ধে জয়ের মাধ্যমিক শুরু করেছিল হরমনপ্রীতের নেতৃত্বাধীন মুম্বাই। প্রীতি ম্যাচে আবারো গুজরাটে হারালো তারা। দলের বোলারদের পারফর্মেন্সের পাশাপাশি প্রশংসিত হয়েছে হরমোন প্রীতির অধিনায়কত্ব তাকে যোগ্য নেতৃত্ব প্রদান করার পাশাপাশি ব্যাট হাতেও প্রয়োজনে ভালো খেলতে দেখা যাচ্ছে সব মিলিয়ে উদ্বোধনী ডব্লু পি এল এ মুম্বাইয়ের এখনো পর্যন্ত পারফরমেন্স বেশ নজর কারা