মাঙ্কিপক্স রুখতে গাইডলাইন জারি করল কেন্দ্র

Follw Us Now

 

  এখন ভারত : ‌‌ বিশ্বে ক্রমশ ছড়াচ্ছে মাঙ্কিপক্স। সম্প্রতি এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার মাঙ্কিপক্স নিয়ে সতর্কতা জারি করল কেন্দ্রও। এখনও অবধি ভারতে মাঙ্কিপক্সের সংক্রমণ দেখা না গেলেও এবার মাঙ্কিপক্স নিয়ে সতর্কতা অবলম্বন করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সব রাজ্য প্রশাসন ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে সতর্ক করল। সংক্রমণ ঠেকাতে একটি গাইউলাইনও প্রকাশ করা হয়েছে। ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভিল্যান্স প্রোগ্রাম নেটওয়ার্কের মাধ্যমে পুনের এনআইভি ল্যাবে যাবতীয় নমুনা পাঠানো হবে। এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে।

গাইডলাইনে বলা হয়েছে, সংক্রমণের সন্দেহ হলে কোনওরকম উপসর্গ দেখা যাচ্ছে কিনা তার খোঁজ পাওয়ার জন্য ২১ দিন ধরে নজরদারি করা হবে। কোনও সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এলে বা সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা কোনও জিনিসের সংস্পর্শে এলেও এই নজরদারি চালানো উচিত।  

ইতিমধ্যেই ২০টিরও বেশি দেশে ২০০রও বেশি মানুষের মাঙ্কিপক্সে সংক্রমণের হদিশ মিলেছে। ইংল্যান্ড-সহ ইউরোপের একাধিক দেশ, আমেরিকা, কানাডা ছাড়াও সম্প্রতি আর্জেন্টিনাতেও মাঙ্কিপক্সের সংক্রমণের ঘটনা সামনে এসেছে। এই পরিস্থিতিতে আগেভাগেই সতর্ক ভারত সরকার। তবে এখনও পর্যন্ত এই রোগে বড়সড়ো সংক্রমণ ছড়ানো বা সেভাবে মৃত্যুর খবর সামনে আসেনি। তবুও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আগেভাগেই এই রোগকে প্রতিহত করার জন্য প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না।

ট্রেন্ডিং খবর