এখন ভারত : মঙ্গলবার রাতে কলকাতায় শো-এর পর সঙ্গীত শিল্পী কে কে প্রয়াত হন। আর তারপরই ফেসবুক লাইভে শিল্পী রূপঙ্কর বাগচীর মন্তব্য ঘিরে তোলপাড় পড়ে যায়। সেই লাইভের সূত্র ধরেই ‘হুমকি ফোন’ পাচ্ছেন জানিয়ে পুলিশের দ্বারস্থ হন রূপঙ্করের স্ত্রী চৈতালী লাহিড়ী।
জানা যায়, কে কে প্রসঙ্গে লাইভের জেরে রূপঙ্কর বাগচির ফোনে ফোন করে কেউ হুমকি দিয়েছেন। আর রূপঙ্করের বদলে ফোনটি তাঁর স্ত্রী ধরেছিলেন। ফোনের অন্য প্রান্ত থেকে দেওয়া ওই হুমকির একটি অডিও ক্লিপ তিনি টালা থানায় ই-মেল মারফত অভিযোগ করেছেন। পুলিশ সূত্রে খবর, অডিও ক্লিপটি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি থানায় হাজির হয়ে লিখিত আকারে অভিযোগটি নথিবদ্ধ করতেও বলা হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবারই ফেসবুক লাইভে রূপঙ্কর বলেন, ‘আমারও ভিডিও থাকে, অনুপমের ভিডিও থাকে, সোমলতার ভিডিও থাকে, ইমন চক্রবর্তীর ভিডিও থাকে, রাঘব চট্টোপাধ্যায়ের ভিডিও থাকে, মনোময় ভট্টাচার্যের ভিডিও থাকে, উজ্জয়িনী মুখোপাধ্যায়ের ভিডিও থাকে, ক্যাকটাস, রূপম, ফসিলস সবার ভিডিও থাকে সোশ্যাল মিডিয়ায়, আমি তো গান শুনে যা বুঝলাম, কে কে’র থেকে আমরা সবাই ভালো গান গাই। আমাদের নিয়ে আপনারা এত উত্তেজনা বোধ করেন না কেন বলুন তো? মানে কী কারণ? কে কে…কে কে…কে? হু ইজ কে কে ম্যান? আমরা যে কোনও কে-এর থেকে ভালো।’ সোমবার নজরুল মঞ্চে কে কে’র অনুষ্ঠানের পর রূপঙ্করের এই ফেসবুক লাইভ ঘিরে বিতর্ক তৈরি হয়। আর, মঙ্গলবার তাঁর আচমকা মৃত্যুর পর অনেকেই রূপঙ্করের মন্তব্যের সমালোচনায় সরব হয়েছেন।