এখন ভারত : শুধু দেশ নয়, তিনি সুর দিয়ে জয় করেছেন গোটা দুনিয়া। কিন্তু, আজও তাঁর দুনিয়ার অনেকটা জায়গা জুড়ে রয়েছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। সম্প্রতি একটি শোয়ের আগে তিনি জানিয়েছিলেন, তাঁর লক্ষ্য এখন একটাই এলাকায় ছোটদের জন্য স্কুল খোলা। সেই স্কুলে থাকবে সমস্ত রকম সুযোগ সুবিধা। স্বামী বিবেকানন্দের দেখানো পথেই হাঁটতে চান তিনি, জানিয়েছিলেন অরিজিৎ সিং।
সুরের জাদু তো বটেই, তাঁর লাখ লাখ, কোটি কোটি ভক্তরা এই গায়কের নীতি আর্দশেও মন দিয়ে বসেছেন । মুম্বই থেকে শুরু করে দুনিয়ার একাধিক প্রান্ত ভরে রয়েছে অরিজিৎ ভক্ততে। তাকে দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়াতে হয় কনসার্টের জন্য। কিন্তু, তিনি আজও পাড়ার ছেলে জিয়াগঞ্জের লোকের কাছে।
সেখানেই একটি ‘হেঁশেল’ খুলেছেন এই গায়ক অল্প খরচে যাতে পেটভরে এলাকাবাসী খেতে পারে সেই জন্য । এবার অরিজিৎ সিংয়ের প্রতিবেশীদের দাবিতে উঠে এল নতুন বিষয়। তাঁর এক ঝলক পাওয়ার জন্য সম্প্রতি বেশ কিছু ইউ টিউবার অরিজিৎ সিংয়ের বাড়ির সামনে গিয়েছিলেন । কিন্তু, তাঁরা দেখা পাননি এই গায়কের। জানা গেল, ক্লান্ত পথিকরা এই প্রখর রৌদ্রে যাতে তেষ্টায় কষ্ট না পান, তার জন্য অরিজিৎ-এর বাড়ির সামনে জল, নকুলদানা নিত্যদিন রাখা থাকে । ঠিক যেভাবে আগেকার দিনে অতিথিদের সেবা করা হত, তেমন ভাবে।
এক সংবাদমাধ্যমের দাবি করা হয়েছে, অরিজিৎ সিংয়ের বাড়ির সামনে প্রতিদিনই নাকি রাখা থাকে জলের পাত্র ও নকুলদানা। ভূমিপুত্র হিসেবে জিয়াগঞ্জের মানুষের প্রতি তাঁর যে ভালোবাসা, তা কারও অজানা নয়৷ অন্যদিকে, গায়কের বাবাও একজন খাঁটি মানুষ৷ দুস্থ মানুষদের বিনামূল্যে খাবার বিলি করেন অরিজিতের বাবা কক্কর সিং।