কলকাতা পুলিশের নতুন সংযোজন ‘পরিবেশ বান্ধব গাড়ি’

Follw Us Now

 

এখন ভারত : পরিবেশ রক্ষার স্বার্থে এক অভিনব চিন্তাভাবনা কলকাতা পুলিশের। বিশ্ব পরিবেশ দিবসের দিন ১৭টি ইলেকট্রিকচালিত পরিবেশবান্ধব গাড়ির উদ্বোধন করা হল। কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, গাড়িগুলি কলকাতা পুলিশের কাজে বিভিন্ন পার্কে রাখা হবে। এদিন পরিবেশ দিবস উপলক্ষ্যে চেতলা পার্কে পুরসভার এক অনুষ্ঠানে যোগ দেন ফিরহাদ হাকিম।

কলকাতা পুলিশের অ্যাথলেটিক ক্লাবে এই ১৭টি পরিবেশবান্ধব গাড়ির উদ্বোধন করা হয়। ফ্ল্যাগ অফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, অভিনেতা দেব ও অভিনেত্রী রুক্মিনী মৈত্র। এদিন তাঁরা বেশকিছু গাছও লাগান। বিনীত গোয়েলের জানান, ‘গাড়িগুলি পার্ক এলাকায় থাকবে। ১৭টা গাড়ি এসেছে। আরও ২২৬টা গাড়ি আসবে।’

অভিনেতা ও সাংসদ দেব বলেন, ‘ঝড়, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে সতর্কতা। পেট্রোল ডিজেলের পরিবর্তে এটা ভালো উদ্যোগ।’ পাশাপাশি এদিন কলকাতা পুলিশের তরফে ময়দানে প্লাস্টিকের বোতল ক্রাসারের উদ্বোধন করা হয়। অন্যদিকে, পরিবেশ দিবস উপলক্ষ্যে চেতলা পার্কে পুরসভার একটি অনুষ্ঠানে যান ফিরহাদ হাকিম, মালা রায়, দেবাশিস কুমার সহ অন্যান্যরা। আগামী প্রজন্মের হাতে তাঁরা গাছের চারা তুলে দেন।

ট্রেন্ডিং খবর