এখন ভারত : দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ‘আজাদি কা অমৃত মহোত্সব’ কর্মসূচিতে সোমবার নতুন সিরিজের কয়েন প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা ও ২০ টাকার নতুন কয়েন বের করা হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১২টি সরকারি স্কিমের ক্রেডিড-লিঙ্কড পোর্টালের সূচনা করেন।
নতুন ওইসব কয়েনগুলি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এর ফলে দৃষ্টিপ্রতিবন্ধীদের কয়েনগুলি বুঝতে সুবিধা হবে। কয়েনের গায়ে আজাদি কা মহোত্সবের লোগো খোদাই করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘এই কয়েনগুলি সবাইকে অমৃত কাল-এর লক্ষ্যগুলির কথা মনে করিয়ে দেবে। এটি তাঁদের দেশের উন্নয়নে অবদান রাখতে অনুপ্রাণিত করবে। আগামী এক সপ্তাহের মধ্যে অর্থ মন্ত্রক বেশ কিছু প্রোগ্রাম পরিচালনা করবে। প্রত্যেক নাগরিকের কর্তব্য হল জাতির উন্নতিতে তাঁদের নিজস্ব স্তরে কিছু বিশেষ অবদান রাখা। কেন্দ্র সংস্কার এবং সরলীকরণের দিকে মনোনিবেশ করেছে। যেমন জিএসটি (গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স) কেন্দ্র এবং রাজ্যের অজস্র করের ঝামেলা দূর করেছে। এখন প্রতি মাসে ১ লাখ কোটি টাকার বেশি জিএসটি সংগ্রহ করা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।’