এলপিজি সিলিন্ডারের ভর্তুকির নিয়মে বদল

Follw Us Now

 

এখন ভারত :  সম্প্রতি এলপিজি সিলিন্ডারে ভর্তুকি নিয়ে সংশয় দূর করতে তেল সচিব পঙ্কজ জৈন জানান, কেবল সীমিত সংখ্যক সুবিধাভোগীদের জন্য এলপিজি-তে ভর্তুকির ব্যবস্থা করেছে সরকার। বাকিদের বাজার মূল্যেই কিনতে হবে রান্নার গ্যাস। তিনি বলেন, ‘২০২০ সালের জুন থেকে রান্নার গ্যাসে কোনও ভর্তুকি দেওয়া হয় না। তবে মার্চ মাসে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যে ভর্তুকির বিষয়ে ঘোষণা করেছিলেন, তা এখনও কার্যকর রয়েছে।’ রান্নার গ্যাসের এলপিজি ভর্তুকি কেবল ৯ কোটি দরিদ্র মহিলা ও অন্যান্য সুবিধাভোগী, যাঁরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে গ্যাসের সংযোগ পেয়েছিলেন তাঁদের জন্যই দেওয়া হয়। 

সম্প্রতি, ভর্তুকির সিদ্ধান্ত ঘোষণা করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ট্যুইট করে বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ৯ কোটি সুবিধাভোগীদের গ্যাস সিলিন্ডার প্রতি (১২ সিলিন্ডার পর্যন্ত) ২০০ টাকা ভর্তুকি দেব। এটি আমাদের মা ও বোনদের সাহায্য করবে। এতে বছরে প্রায় ৬১০০ কোটি টাকা লাগবে।’ এতে ১৪.২-কেজি সিলিন্ডারের দাম পড়ে ৮০৩ টাকা। 

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা স্কিমের আওতায় এলপিজি সংযোগ পাওয়ার যোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছে এসসি, এসটি পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলা, প্রধানমন্ত্রীর আবাস যোজনার লোকজন (গ্রামীণ), সবচেয়ে পিছিয়ে পড়া শ্রেণি, অন্তোদয় যোজনা (এএওয়াই), চা ও প্রাক্তন চা বাগান উপজাতি, বনের বাসিন্দা, দ্বীপ ও নদীদ্বীপে বসবাসকারী মানুষ, এসইসিসি পরিবার (এএইচএল টিআইএন), ১৪ দফা ঘোষণা অনুযায়ী দরিদ্র পরিবার। এই সুবিধা পেতে আবেদনকারীর বয়স ১৮ বছর হতে হবে। একই পরিবারের অন্য কোনও এলপিজি সংযোগ থাকলে তিনি এই সুবিধা পাবেন না।

ট্রেন্ডিং খবর