এখন ভারত: বিমানে ওঠার মুখে চলছিল ব্যাগ তল্লাশি। সেইসময় এক মহিলার ব্যাগ থেকে কোনও দামি ধাতু বা মাদক নয়, যা মিলল তাতে চোখ কপালে ওঠে নিরাপত্তারক্ষীদের। মহিলার ব্যাগে কুন্ডলী পাকিয়ে বসে আছে সাপ। তাও আবার একটি দুটি নয়, গুনে গুনে ২২টি সাপ উদ্ধার হল। এই ঘটনার রীতিমতো শরীরের রক্ত ঠান্ডা হওয়ার জোগার নিরাপত্তা রক্ষীদের।
শুক্রবার মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চেন্নাই বিমানবন্দরে নামেন ওই মহিলা। তাঁর চেক-ইন ব্যাগ থেকে ওই সাপগুলি উদ্ধার হয়েছে।
ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। অবশ্যই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এখন ভারত’ অনলাইন। দেখা গিয়েছে, বিমানবন্দরের কর্মীরা একটি লম্বা লাঠি দিয়ে ওই যাত্রীর ব্যাগ থেকে সাপগুলি বার করছেন। সাপগুলি ব্যাগের মধ্যে স্বচ্ছ প্লাস্টিকের বাক্সে রাখা ছিল। লাঠির খোঁচা খেয়ে কয়েকটি আবার নিজে থেকেই বেরিয়ে আসে। বিমানবন্দরেই ওই মহিলাকে গ্রেফতার করেছে শুল্ক দফতর।
চেন্নাই শুল্ক বিভাগের তরফে পরে ঘটনাটি টুইটারে জানানো হয়েছে। বলা হয়েছে, ২৮ তারিখ চেন্নাই বিমানবন্দরে একে১৩ উড়ান থেকে নামা এক যাত্রীকে আটক করে শুল্ক দফতর। তাঁর চেক-ইন ব্যাগ তল্লাশি করে ২২টি সাপ এবং একটি চ্যামেলিয়ন (টিকটিকি প্রজাতি) উদ্ধার করা হয়েছে। শুল্ক এবং বন্যপ্রাণ আইনে গ্রেফতার করা হয়েছে ওই মহিলাকে।