এখন ভারত : বেপরোয়া গতি কেড়ে নিলে দুটি প্রাণ। কালনার S T K K সড়কে পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের। এই দুর্ঘটনার হাড় হিম করা ভিডিও প্রকাশ্যে এল। দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও দু’জন। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের ভর্তি করা হয়। মর্মান্তিক দুর্ঘটনাগুলি ঘটেছে শুক্রবার। জানা গিয়েছে, এদিন ভোরবেলা মাছ কিনে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ি ফুটপাতের তিন পথচারীকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। আহত হয় আরও দু’জন। ঘটনাটি ঘটে কালনার মধপুর গ্রামে। স্থানীয়রা তাদের উদ্ধার করে মধপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাদের বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তর করেন চিকিৎসক।অন্যদিকে একই রাস্তায় ওইদিনই রাতে কালনার ধাত্রী গ্রামে ফের দুর্ঘটনায় প্রাণ হারান একজন। দুটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে কালনা পুলিশ।
২৪ ঘন্টার মধ্যে কালনায় পৃথক দুর্ঘটনায় মৃত ২
- Ekhon Bharat
- April 29, 2023
- 3:46 pm
Follw Us Now
- Ekhon Bharat
- April 29, 2023
- 3:46 pm
- No Comments
ট্রেন্ডিং খবর
মুম্বইগামী বিমানে অন্য অভিজ্ঞতার সাক্ষী টলি অভিনেত্রী শ্রীলেখা
October 29, 2023
কল ফরোয়ার্ডিং’ নতুন স্ক্যাম নিয়ে জোর চর্চা , সাবধান হন এখনই
October 29, 2023
ভাইরাল খবর