একবার চার্জেই ১৫০ কিমি! মনজিৎ ম্যাজিক বাইক সাড়া ফেলেছে বাঁকুড়ায়

Follw Us Now

এখন ভারত : দারুণ সুখবর এল টু হুইলার প্রেমীদের জন্য। দিন দিন বৈদ্যুতিক বাইকের প্রতি মানুষের আগ্রহ বেড়েই চলেছে এটা আজ অস্বীকার করার কোন উপায় নেই। আর হবে নাই বা কেন! পেট্রোল ডিজেলের দাম যেভাবে আকাশ ছুঁয়েছে তাতে বাইক কেনার আগেই তেল খরচের কথা ভাবতে হয় মধ্যবিত্ত পরিবারকে। স্বাভাবিকভাবেই আমাদের ভবিষ্যৎ যে বৈদ্যুতিক গাড়ি তা বেশ ভালোভাবেই আঁচ করা যাচ্ছে। চাহিদার কথা মাথায় রেখেই নির্মাতা প্রতিষ্ঠানগুলোও ঝুঁকছে বৈদ্যুতিক গাড়ি, বাইকের দিকে। এবার বাজারে এল নতুন এক ই-বাইক। যেটি একবার চার্জেই চলবে ১৫০ কিলোমিটার।

নিশ্চয়ই ভাবছেন কোন সংস্থা তাক লাগিয়েছে এমন বাইক তৈরি করে ?

জানা গিয়েছে এই বাইক কোনও সংস্থার তৈরি নয়। বাঁকুড়ার মেকানিক্যাল আইকন মনোজিৎ মণ্ডল এ বার হাজির  তাঁর মডিফাইড ইলেকট্রিক বাইক নিয়ে। মাত্র ২৫ থেকে ৩০ টাকা খরচ করলেই প্রায় দেড়শো কিলোমিটার চলতে পারে এই ইলেকট্রিক বাইক। একটি নাম করা কোম্পানির জনপ্রিয় মোটরসাইকেলকে সম্পূর্ণ ইলেকট্রিক বাইকে মডিফাই করেছেন বাঁকুড়ার কার্যরিডাঙ্গার বাসিন্দা মনোজিৎ।
সম্পূর্ণ সৌরশক্তিতে চারচাকা চালিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন মনোজিৎ। এ বার তার মডিফাইড অভিনব এই বাইক ইঞ্জিন, ক্লাচ এবং গিয়ার ছাড়াই হরিণের মতো ছুটছে।

বর্তমানে বাইক চালাতে গিয়ে পেট্রোল ডিজেলের দামে যেভাবে পকেট খালি হচ্ছে, সেই সময়ে মনজিতের এই বাইক নজর কাড়ার মতো। একবার চার্জ দিলেন ১৫০ কিলোমিটার পর্যন্ত নিশ্চিন্তে ছুটতে পারবেন গন্তব্যে। ইঞ্জিন, গিয়ার এবং ক্লাচ না থাকায় আনুষাঙ্গিক খরচ নেই বললেই চলে। তাই মনের মানুষটিকে পাশে বসিয়ে লং ড্রাইভে যাওয়ার জন্য এই বাইকের জুরি মেলা ভার।
তাছাড়া সম্পূর্ণ পরিবেশ বান্ধব হওয়ায় এই ইলেকট্রিক বাইক ভালোই সারা ফেলবে তা একপ্রকার স্পষ্ট।

কীভাবে করেছেন অসম্ভবকে সম্ভব?

জানা গিয়েছে, কলা বিভাগে পড়াশোনা। তাঁর সামাজিক দায়বদ্ধতা এবং বিজ্ঞানের প্রতি অনুরাগ ছোটো বয়স থেকেই। আর সেই টানেই বিজ্ঞান চর্চা করে একের পর এক নতুন উদ্ভাবন করে চলেছেন মনোজিৎ। কলা বিভাগে পড়াশোনা করেও ইচ্ছা থাকলে যে বিজ্ঞান ও প্রযুক্তিতে আলোড়ন সৃষ্টি করা যায়, সেটাই প্রমাণ করে দেখিয়েছেন বাঁকুড়ার মনোজিৎ।

ট্রেন্ডিং খবর