২টি বিশালাকার পাইথনের সঙ্গে ঘুমাচ্ছেন ব্যক্তি, ভাইরাল ভিডিও

Follw Us Now

 

 এখন ভারত : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে নেট নাগরিকদের চক্ষু ছানাবড়া হয়ে গিয়েছে। এক ঘুমন্ত ব্যক্তির ওপর শুয়ে রয়েছে ২ খানা জীবন্ত পাইথন। ভিডিওটি এক ঝলক দেখলেই যে কারও গায়ে কাঁটা দিয়ে উঠবে। 

জানা গিয়েছে, মিশিগানের বাসিন্দা এই ব্যক্তি মিস্টার ব্রায়েন বার্কজিক আসলে পশুপ্রেমী ও একজন প্রাণী বিশারদ। তিনি ২টি বিষধর পাইথনের সঙ্গেই বাস করেন। হলুদ রঙের ২ বার্মা পাইথন মালিকের শরীরের ওপর দিয়ে এমনভাবেই খেলে বেড়ায়। তবে কোনও ক্ষতি করে না। স্নেকবাইটসটিভি নামক অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। 

ক্যাপশনে লেখা হয়, ‘সারাদিনের কাজের শেষে নিজের প্রিয়ের সঙ্গে একটু হাল্কা ঘুম’। ভিডিওটিতে প্রায় ১.৫ মিলিয়ন ভিউজ পেয়েছে। রয়েছে ৩৫ হাজার লাইক-কমেন্ট। অনেকেই লিখেছেন, ‘এভাবে সাপের সঙ্গে কীভাবে আপনি খেলেন?’ কারও আবার প্রশ্ন, ‘আপনার ভয় লাগে না।’ এক ব্যবহারকারী আবার লিখেছেন, ‘স্টিভ আরউইনের কথা ভুলবেন না। দ্য অ্যানিমাল ম্যান। ওরা আপনাকে খেয়েও ফেলতে পারে।’ 

ট্রেন্ডিং খবর