১ কেজি আমের দাম ৩ লাখ টাকা

Follw Us Now

  এখন ভারত  :          ঋতু হিসাবে ‘গ্রীষ্ম’ অপছন্দের হলেও এ সময় বাজারে যে ফলগুলি পাওয়া যায় তা মানুষ মাত্রই প্রিয়। আর এর মধ্যে অন্যতম হল আম। প্রতিবছরই আমের চাহিদা আকাশ ছোঁয়া থাকে। এ বছরও তার ব্যতিক্রম নয়। তবে অনেক ক্রেতাদের অভিযোগ, চাহিদার তুলনায় বাজারে আমের জোগান কম। ফলে দাম বেশি। তাই বলে ১ কেজি আমের দাম ৩ লাখ টাকা? সম্প্রতি এমনই এক আম ফলিয়েছেন পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশার বরগড় জেলার চাষি, ৫০ বছরের চন্দ্র সত্যনারায়ণ। এই আম-ই এখন বিশ্বের সবচেয়ে দামি আম। 

জানা যাচ্ছে, ওই কৃষক এই ধরনের আম চাষ করতে সফল হয়েছেন। সেই আম এখন বিশ্ববাজারে লাখ লাখ টাকা দরে বিক্রি হচ্ছে। ওই ব্যক্তি জৈব উপায় অবলম্বন করে এমন আমের ফলনের চেষ্টা করেন। শেষমেষ তিনি তাঁর চেষ্টায় সফল হন। আমগুলি বাজারে আড়াই থেকে ৩ লাখ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

এই বিশেষ ধরনের আম ফলানোর পর তিনি ওড়িশা সরকারের কাছে সেই আম বিক্রি করার আবেদন জানিয়েছেন। এ ধরনের আম চাষ করার জন্য ওড়িশা সরকার ওই কৃষককে বিশেষ সম্মানে সম্মানিতও করেছে। ওই ব্যক্তি এই আম চাষ করার জন্য কোনো প্রথাগত শিক্ষা নেননি। ৩ বছর আগে তিনি এই আমের কথা জানতে পারেন। এরপর তিনি বাংলাদেশ থেকে এই আমের চারা নিয়ে এসে চাষ শুরু করেন। জাপানের মিয়াজাকি এলাকায় এই ধরনের আম প্রথম উৎপাদিত হওয়ায় এই আমের নাম দেওয়া হয়েছে মিয়াজাকি।

ট্রেন্ডিং খবর