এখন ভারত : লেখিকা তথা অভিনেত্রী টুইঙ্কেল খান্নার বই থেকে গল্প নিয়ে এবার সিনেমা তৈরি হচ্ছে। টুইঙ্কেল খান্নার ২০১৬ সালের অ্যান্থলজি ‘দ্য লেডেন্ড অফ লক্ষ্মী প্রসাদ’ থেকে নেওয়া ছোটোগল্প ‘সালাম নানি আপ্পা’ এবার সিনেমা হয়ে আসছে। তাঁর নিজের লেখা গল্পেই অভিনয় করবেন তিনি। পরিচালক সোনাল ডাবরাল। সোনাল বিজ্ঞাপন দুনিয়ার চেনা নাম। এই ছবি দিয়েই বড়ো পর্দায় পরিচালনার হাতেখড়ি হচ্ছে তাঁর। এর আগে টুইঙ্কেলের লেখা গল্প থেকে প্যাডম্যান ছবি তৈরি হয়েছিল। সেই ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে।
‘সালাম নানি আপা’-র গল্পে তাঁর দিদা ও দিদার বোনের সম্পর্ককে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন টুইঙ্কেল খান্না। এই গল্পে উঠে আসবে প্রেম-সম্পর্ক থেকে শুরু করে জীবনের নানা দিক। রহস্য রোমাঞ্চেরও ঝলক থাকবে বলে জানা যাচ্ছে। ছবিতে কি টুইঙ্কেলের সঙ্গে অক্ষয়কেও দেখা যাবে? সেকথা অবশ্য জানা যায়নি। তবে শোনা যাচ্ছে ছবিতে টুইঙ্কেলের মা ডিম্পল কাপাডিয়া থাকতে পারেন।
প্রসঙ্গত, বরসাত ছবিতে ডেবিউ করেছিলেন টুইঙ্কেল খান্না। শাহরুখ থেকে আমির, সলমন সে সময়ের প্রথম সারির সব নায়কের বিপরীতেই স্ক্রিন শেয়ার করেছেন তিনি। তবে একটা সময়ের পর স্বেচ্ছায় বলিউড ছাড়েন। এরপর ইন্টেরিয়র ডিজাইনিং করেছেন তিনি। আর বর্তমানে তিনি একজন জনপ্রিয় লেখিকাও। মঙ্গলবার জানা যায় ১১ বছর পর সেই টুইঙ্কেল খান্না আবার বড়ো পর্দায় ফিরছেন।