হোয়াটসঅ্যাপ-এ নাগাড়ে চ্যাট চালাচ্ছেন সঙ্গী? সহজে ধরে ফেলুন ব্যক্তিটি কে!

Follw Us Now

হোয়াটসঅ্যাপ একটি জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। অল্প সময়ে এবং সামান্য খরচে হোয়াটস্যাপ-এর মাধ্যমেই দূর হয়ে যায় কাছের। নিশ্চিন্তে চলে ইথার তরঙ্গে প্রেমালাপ থেকে গোপন কথার আদান-প্রদান। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর কথা ভেবে তাঁদের অভিজ্ঞতা বাড়াতে মাঝেমধ্যেই নতুন নতুন ফিচার প্রকাশ করে এই প্ল্যাটফর্ম। 


যদিও আজকাল হোয়াটসঅ্যাপ ছাড়াও ইনস্টাগ্রাম, ফেসবুক মেসেঞ্জার, টেলিগ্রাম, সিগন্যালে অনেক মানুষ ঘণ্টার পর ঘণ্টা চ্যাট করে চলেন। কিন্ত একমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইউজাররা ছবি, ভিডিও ও অন্যান্য জরুরি ফাইলও সহজেই পাঠাতে পারেন। তবে আপনার সঙ্গীটি কার সঙ্গে ঘন্টার পর ঘন্টা ধরে হোয়াটসঅ্যাপ চ্যাট করছেন, তা আপনি কিছুতেই দেখতে পারছেন না। ফলে ধরাটা সত্যিই দুষ্কর। কিন্তু এই দুনিয়ায় অসম্ভব বলে কিছু নেই। জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপেই রয়েছে এমন এক সুবিধা, যার মাধ্যমেই আপনি সহজেই জানতে পারবেন যে, কার সঙ্গে দীর্ঘক্ষণ চ্যাটে মগ্ন আপনার সঙ্গী? 

প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন। উপরে ডানদিকে তিনটে ডটে ট্যাপ করুন। এবার সেটিংসে ক্লিক করুন। সেখানে আপনি  একাধিক অপশন দেখতে পাবেন। আপনাকে ‘স্টোরেজ অ্যান্ড ডেটা’ অপশনটিতে ক্লিক করতে হবে। একটি বিরাট লিস্ট আসবে। আর সেটাই হল চ্যাট লিস্ট। যার নাম প্রথমে দেখাবে, সেই ব্যক্তির সঙ্গেই সবথেকে বেশি চ্যাট করা হয়েছে বলে ধরে নিতে হবে। তবে এসব জানতে গেলে আপনার দরকার হবে সেই ব্যক্তির ফোনও। তাই পার্টনারের ফোনের পাসওয়ার্ডটি আপনাকে জানতেই হবে। তা নাহলে কিন্তু সব জারিজুরি জলে যাবে।

ট্রেন্ডিং খবর