হতাশ করলেন পিভি সিন্ধু। অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপস 2023 এর প্রথম রাউন্ডেই আউট পিভি

Follw Us Now

 দুবার অলিম্পিকে পদক জিতেছেন পিভি সিন্ধু । তবে বেশ কিছুদিন যাবত ব্যর্থতা কিছুতেই এই ভারতীয় শাটলারের পিছু ছাড়তে চাইছে না এবারে চীনের প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপস ২০২৩ এর প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন পি ভি সিন্ধু। স্ট্রেট গেমে হারলেন পিভি।

সমর্থকদের আশা ছিল হয়তো অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ ২০২৩ থেকেই ঘুরে দাঁড়াবেন পিভি। কিন্তু তা হলো না তাই স্বাভাবিকভাবেই হতাশ সমর্থকরা। ফর্ম নাকি ফিটনেস সংক্রান্ত সমস্যা তা বুঝে উঠতে পারছেন না কেউই।

এই মুহূর্তে বিশ্ব তালিকায় ৯ নম্বরে রয়েছে পিভি সিন্ধুর নাম অথচ যার বিরুদ্ধে তিনি হারলেন চীনের সেই প্রতিদ্বন্দ্বী ঝ‍্যাং ইয়ি ম‍্যান রয়েছেন ১৭ নম্বরে। ঝ‍্যাং বেশ ভালো প্রতিপক্ষ হলেও এদিন কার্যত কোন লড়াই না করেই হারলেন সিন্ধু।

এক কথায় ঝ‍্যাঙের আক্রমণাত্মক ট্র্যাটেজির সামনে কোনভাবেই দাঁড়াতে পারেননি পি ভি। এখানেই প্রশ্ন উঠছে তবে কি পার্ক তায়ে সাং -এর সঙ্গে বিচ্ছেদ সিন্ধুর খেলায় প্রভাব ফেলছে এই কোচের হাত ধরেই টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পাদক জিতেছিলেন পিভি সিন্ধু। তবে তার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকেই আর সেভাবে ছন্দে দেখা যায়নি সিন্ধুকে। প্রশ্ন হল তবে কি স্ট্র্যাটেজিগত কোনো সমস্যায় পড়েছেন সিন্ধু।

এদিকে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে লক্ষ্য সেন এবং এইচ এস প্রণয় প্রথম রাউন্ডের ম্যাচ জিতে প্রি কোয়ার্টার ফাইনাল পর্বের জন্য কোয়ালিফাই করেছেন।

ভারতীয় শাটলার পি ভি সিন্ধু অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ ২০২৩ থেকে ঘুরে দাঁড়াবেন বলে আশা করেছিলেন তার অসংখ্য অনুরাগীরা তবে সেই আশা কার্যত পূরণ হয়নি বারংবার সিন্ধুর ব্যর্থতায় হতাশ সকলে। দুবার অলিম্পিকে দেশকে পদ কেনে দিয়েছেন পিভি তিনি হঠাৎ করে কম হারিয়ে ফেলায় ব্যথিত অনুরাগীরা বিশ্ব তালিকার শতরা নাম্বারে থাকা ঝ‍্যাঙের বিরুদ্ধে হেরে  অল ইংল্যান্ড থেকে বিদায় নিলেন টিভি শীঘ্রই পি ভি সিন্ধু ফার্মে ফিরে আসুন এমনটাই চাইছেন তার অনুরাগীরা।

ট্রেন্ডিং খবর