স্বল্প খরচে ভারত থেকে নেপাল যাওয়ার পথে দিশারী

Follw Us Now

এখন ভারত: এবার অতি সহজেই ভারত থেকে নেপালে যেতে পারবেন ভারতীয়রা।  ১৯৩৭ সালে চালু হয়েছিল ভারত থেকে নেপালে যাওয়ার জন্য একটি মেল ট্রেন। কিন্তু পরবর্তী সময় নেপালে বন্যা হওয়ার কারণে এই রেল পথ বন্ধ হয়ে যায়। তার ফলে যাত্রীরা এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত এর জন্য ব্যবহার করেন এরোপ্লেন। তবে আবারো ২ এপ্রিল বন্ধ হয়ে যাওয়া রেলপথ শুরু করার সিদ্ধান্ত নিল দুই দেশের প্রধানমন্ত্রী।

ভারত থেকে নেপালে এই ট্রেনটি শুরু করার জন্য দুই দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদী ও নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর ধুবা বেশ কয়েকদিন ধরেই এই বিষয়ে বৈঠক করেন অবশেষে ২ এপ্রিল দুই দেশের প্রধানমন্ত্রী মিলে ভিডিও কনফারেন্স করে রেলপথের যাত্রা সূচনা করেন। জানা যাচ্ছে দিনে দুবার করে বিহারের জয়নগর থেকে নেপালের কুর্থা উদ্দেশ্যে রওনা দেবে এই ট্রেনটি। ভারত থেকে নেপাল যে ট্রেনটি রওনা দেবে সেটি জয়নগর থেকে ছাড়বে সকাল ৮ সময় এবং সেই ট্রেনটি তার গন্তব্যস্থল কুর্থা পৌঁছাতে সময় নিচ্ছে প্রায় দু’ঘণ্টা অর্থাৎ ১০ সময় ট্রেনটি তার গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে।



আবার সেখান থেকে ট্রেনটি রওনা দিচ্ছে জয়নগরের উদ্দেশ্যে। পরবর্তী সময় জয়নগর থেকে ওই ট্রেনটি আবার রওনা দেয় দুপুর ৩ সময় এবং গন্তব্যস্থল  কুর্থা পৌঁছাচ্ছে বিকেল ৫ সময়। জয়নগর থেকে কুর্থা যাবার পথে প্রায় ৮টি স্টেশন পড়ে এবং এই ট্রেনটি অতিক্রম করে মোট ৩৪.৫ কিলোমিটার পথ। তবে ভারত থেকে কুর্থা যাতায়াতের জন্য ভারত কিংবা নেপাল এই দুই দেশেই টিকিট পাওয়া যাচ্ছে। নেপালে যেমন নেপালবাসীরা তাদের মুদ্রা দিয়ে টিকিট কিনছেন তেমনই ভারতের নাগরিকরা তাদের মুদ্রা দিয়ে এই টিকিট কিনছেন। এই ট্রেনে উঠতে গেলে স্বল্প  ট্রেনের ভাড়া দিতে হবে দুই দেশের যাত্রীদেরকে।




ট্রেনের সাধারণ শ্রেণীর সর্বনিম্ন ভাড়া ২০ টাকা তবে এই টিকিট দিয়ে জয়নগর থেকে যাওয়া যাবে নেপালের মহিনাগপুর স্টেশন পর্যন্ত। আর যদি এই পথ টুকুই সুষ্ঠুভাবে এসি বগিতে যাত্রার ক্ষেত্রে যাত্রীকে ১০০ টাকা টিকিটের মূল্য দিতে হবে। জয়নগর থেকে কূর্থা যেতে চাইলে সে ক্ষেত্রে ট্রেনের ভাড়া দিতে হবে ৪৫০ টাকা এবং সাধারণ শ্রেণীতে যাত্রা করতে হলে ট্রেনের টিকিটের মূল্য দিতে হবে ৯০ টাকা করে। বাংলা থেকে কোনো যাত্রী যদি এই ট্রেনে উঠতে চান তাহলে হাওড়া কিম্বা শিয়ালদা থেকে বিহারের  উদ্দেশে রওনা দিতে হবে সেই যাত্রীকে এবং বিহারের জয়নগর স্টেশনে পৌঁছে যাত্রীকে সেখান থেকে নেপাল যাবার ট্রেন ধরতে হবে।

ট্রেন্ডিং খবর