স্কুবা ড্রাইভারের মুখ পরিষ্কার করে দিচ্ছে এক বিরল প্রজাতির চিংড়ি মাছ

Follw Us Now

এখন ভারত : স্কুবা ডাইভারের  মুখের ভেতরে গিয়ে মুখের সমস্ত নোংরা পরিষ্কার করে দিচ্ছে একটি ছোট্ট চিংড়ি মাছ। এমনই ভিডিয়ো ভাইরাল হতে দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। বহু সময় দেশের বিভিন্ন প্রান্তে স্কুবা ড্রাইভ করতে দেখা যায়। স্কুবা ডাইভিংয়ের মাধ্যমে মানুষ সমুদ্রের নিচে গিয়ে সামুদ্রিক প্রাণীদের স্বচক্ষে দেখতে তাদের ছুঁতে এবং অনুভব করতে পারেন। তবে সম্প্রতি ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে জলের নিচে এক স্কুবা   ডাইভারের দাঁত পরিষ্কার করে দিচ্ছে একটি ছোট চিংড়ি মাছ । প্রথমে জলের নিচে একটি কোরাল রিফের উপর বেশ কিছুক্ষণ নড়াচড়া করে চিংড়ি মাছটি। তারপর ভাসতে ভাসতে পৌঁছে যায় ওই স্কুবা ড্রাইভারের মুখের কাছে। ততক্ষনে স্কুবা ডাইভার নিজের মুখ হা করে রেখেছেন। সেই সময় ওই ছোট্ট চিংড়ি মাছটি তার দাঁতের খাঁজে বা মাড়িতে আটকে থাকা খাবার ও মরা কোষ নিজের পা দিয়ে পরিষ্কার করে দিতে থাকে। তবে চিংড়ি মাছটি শুধুমাত্র দাঁত বা মাড়ির  ওপরের অংশ নয় মুখের ভেতরের দিকেও শুঁড়ের মতো একটি অংশ দিয়ে ক্রমশ ওই ব্যক্তির মুখ পরিষ্কার করে দেয়। স্কুবা ড্রাইভারটি দীর্ঘক্ষন ধৈর্য ধরে মুখটি হা করে রাখেন তাকে ওই ভাবে দেখে বলাই বাহুল্য যে তিনি গোটা বিষয়টি বেশ মজায় উপভোগ করেছেন। জানা গেছে এই প্রজাতির চিংড়ি মাছের আলাদা নাম রয়েছে এদের বলা হয় স্কিনার  শ্রিম্প। বিশ্বের মহাসাগরের তলদেশে কোরাল রিলিফে নিজেদের বসতি স্থাপন করে এই প্রকারের চিংড়ি মাছ তবে এই ধরনের চিংড়ি মাছকে বেশি দেখা যায় প্রশান্ত মহাসাগরের তলদেশে।

ট্রেন্ডিং খবর