এখন ভারত : ২০২০ ও ২০২১ সালে করোনার কারণে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো নমো নমো করে কাটাতে হয়েছে।
এমনকী, আদালতের বিধিনিষেধের ঘেরাটোপে মণ্ডপে ঢোকার ছাড়পত্রটাও মেলেনি। বঙ্গে দুর্গোপুজোর সেরা ঘাঁটি কলকাতা। আর কলকাতার বুকে বেহালার পুজোগুলি প্রতিবছরই সকলের নজর কাড়ে। তাঁদের নিজস্বতার গুণ, থিমই অনন্য করে তোলে। ছাপিয়ে যা অন্যান্য পুজো মণ্ডপগুলিকেও।
চলতি বছর দুর্গাপুজোয় সেই বেহালার এক অনন্য আকর্ষণ হয়ে উঠতে চলেছে।
জানা গিয়েছে, বাংলার গর্ব, বাঙালির অহংকার, ভারতীয় ক্রিকেটদলের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি সেই অনন্য মাত্রা আনতে চলেছে। সৌরভের জীবনই এবার থিম হিসাবে নজর কাড়বে বড়িশা প্লেয়ার্স কর্নারের দুর্গাপুজোয়। অক্ষয় তৃতীয়ার দিন ফেসবুক পোস্টে সেই থিমের কথাই তুলে ধরেছে বড়িশা প্লেয়ার্স কর্নার।
বড়িশা প্লেয়ার্স কর্নারের প্রধান পৃষ্ঠপোষক হলেন সৌরভ। এবছর তিনি তাঁর জীবনের ৫০তম বছর উদযাপন করছেন। আবার এবছরই কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর বিশ্বঐতিহ্যের স্বীকৃতি পেয়ে গিয়েছে। এর ওপর আবার এবছর এই ক্লাবের দুর্গাপুজোর সুবর্ণজয়ন্তী বর্ষ। সবকিছু মিলে এবারের কলকাতার দুর্গাপুজো যেন আরও বাড়তি সেজে উঠবে। আর বড়িশা প্লেয়ার্স কর্ণারের থিম যে সেই সাজেরই অঙ্গ হয়ে উঠবে তা বলাই বাহুল্য। যার সঙ্গে জড়িয়ে রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন।
প্রায় প্রতি বছরই বড়িশা প্লেয়ার্স কর্ণারের পুজোয় বাঙালির মহারাজকে একেবারে অন্য সাজে দেখা যায়। একবারে ধুতি পাঞ্জাবি বা পাজামা পাঞ্জাবি পরে ঢাক বাজান। ধুনুচি নাচেও কোমর দোলাতেও দেখা যায় বিসিসিআই প্রেসিডেন্টকে।
অক্ষয় তৃতীয়ায় বড়িশা প্লেয়ার্স কর্ণারের তরফে তাঁদের ফেসবুক পেজে যে পোস্ট করেছে তাতে লেখা আছে ‘মহারাজার ৫০ এ ৫০’। অর্থাৎ এবছর এই ক্লাবের দুর্গাপুজোয় যে থিম হচ্ছে তার নাম হচ্ছে ‘মহারাজার ৫০ এ ৫০’। এর পাশাপাশি ফেসবুকের ওই পোস্টে এও লেখা হয়েছে, ‘২০২২-এ আমাদের চেনা বাউন্ডারির বাইরে বেরিয়ে মহারাজদার প্রতি শ্রদ্ধা নিবেদন ‘মহারাজার ৫০ এ ৫০’। আগামী।
এই বিষয়ে বড়িশা প্লেয়ার্স কর্ণারের যুগ্মসচিব শুভম মিত্র জানিয়েছেন, সৌরভদা পঞ্চাশ বছরে পা রেখেছেন। পাড়ার ছেলেরা তাই তাঁকে এভাবেই সম্মান জানানোর পরিকল্পনা করেছে।