এখন ভারত : মগরাহাটে প্রকাশ্যে জোড়া খুনের ঘটনায় উত্তেজনা ছড়াল গোটা এলাকায়। সিভিক ভলান্টিয়ার ও তাঁর বন্ধুকে প্রথমে গুলি করে ওপরে গলার নলি কেটে খুন করার অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতী বিরুদ্ধে। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে মগরাহাটের মাগুরপুকুর এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই সিভিক ভলান্টিয়ারের নাম বরুণ রায় এবং তাঁর বন্ধু নাম অমর রায়। সকাল এগারোটা নাগাদ এলাকায় গোরুর হাট বসে। গরু কেনাবেচা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বচসা বাধে। সেখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন দুই সিভিক ভলান্টিয়ার। গণ্ডগোল চরমে উঠলে অশান্তির পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে সেখানে ছুটে যায় সিভিক ভলান্টিয়ারসরা। কিন্তু উল্টে এক সিভিক ভলান্টিয়ার এবং এক বন্ধুকে একটি দোকানে ঢুকিয়ে দেয় কিছু দুষ্কৃতী। তারপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দুষ্কৃতীরা। তারপর মৃত্যু নিশ্চিত করতে গলার নলি কেটে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এরপরেই স্থানীয়রা গোটা এলাকা ঘিরে ফেলে। রোষে ফুসছে আম জনতা। শুধু তাই নয়, একটি দোকানে আগুনও ধরিয়ে দেয় তারা। পুড়িয়ে দেওয়া হয় গাড়ি। পরিস্থিতি সামাল দিতে সেখানে পৌঁছয় মগরাহাট থানার বিরাট পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এলাকায় ব়্যাফ নামানো হয় বলেও জানা গিয়েছে। কীভাবে ওই সিভিক ভলান্টিয়ারদের মৃত্যু হয়? এই বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের তরফে কিছু জানানো হয়নি। দেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতলে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় অনেকদিন ধরেই অসামাজিক কাজকর্ম চলছে। কিন্তু, পুলিশ এই বিষয়ে কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। দুই তরতাজা যুবকের মৃত্যুতে ক্ষুব্ধ এলাকাবাসী।