এখন ভারত : রিজেন্ট পার্কের পর সাত সকালে ফের চলল গুলি। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ধারালো অস্ত্র দিয়ে চলে একের পর এক কোপ। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতার তিলজলা এলাকায়। ঘটনায় আহত ২ জনের মধ্যে ১জন গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে জখম দুই ব্যক্তিকেই কলকাতার ন্যশানাল মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর পাশাপাশি এলাকায় বোমাবাজিও হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। উত্তেজনা থাকায় ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে তিলজলা থানার পুলিশ। শুক্রবার বিকেলে রিজেন্ট পার্কে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। তারপর ২৪ ঘণ্টা পার হতে না হতেই তিলজলায় চলল গুলি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ তিলজলার তাড়িখানা রোড এলাকায় রাজু রায় নামে এলাকারই এক বাসিন্দা বাজার সেরে বাড়ি ফিরছিলেন। তিনি পেশায় একজন ট্যাক্সিচালক। অভিযোগ, সেই সময় এলাকারই বাসিন্দা জীবত রায় এবং তার ভাইয়েরা রাজুর পথ আটকায়। শুরু হয় কথা কাটাকাটি। টাকা নিয়ে বচসার জেরেই এই ঘটনা বলে দাবি স্থানীয়দের। বচসা মেটাতে আসেন রাজুর বাবা ডাবলু রায়। বাধা দিতে গেলে তাঁকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়। স্থানীয়দের দাবি, বচসা চলাকালীন ঘটনাস্থলে তিন রাউন্ড গুলি চলে। তাতেই রাজু জখম হয়। স্থানীয়রা দু’জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। ঘটনার খবর তিলজলা থানায় গেলে ডিসি (এসিডি)-র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। তবে ততক্ষণে অভিযুক্তরা এলাকা ছেড়ে গা ঢাকা দেয়। পুলিশ সূত্রে খবর, হামলাকারীদের বিরুদ্ধে সমাজবিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তবে ঠিক কী কারণে রাজুর ওপর হামলা চালানো হয়েছে, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।