সাঁতারে দেশের জন্য রুপো আনলেন মাধবন পুত্র বেদান্ত

Follw Us Now

 

এখন ভারত : জনপ্রিয় অভিনেতা আর মাধবনের ছেলে সাঁতারু বেদান্ত মাধবন ইতিমধ্যেই সাঁতারে বেশ খ্যাতি অর্জন করেছে। ফের একবার দেশের নাম উজ্জ্বল করল সে। এবার কোপেনহেগেনে অনুষ্ঠিত ‘ড্যানিশ ওপেন’-এ রুপোর মেডেল জিতল।

ছেলের সাফল্যে গর্বিত বাবা আর মাধবন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছেলের ‘উইনিং মোমেন্ট’-এর ভিডিও পোস্ট করেছেন। ছেলের রুপোর পদক জেতার মুহূর্তের ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ‘কোপেনহেগেনে অনুষ্ঠিত ড্যানিশ ওপেনে ভারতের জন্য রুপোর পদক জিতলেন বেদান্ত মাধবন। স্যুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রদীপ স্যারকে অনেক ধন্যবাদ, আপনাদের চেষ্টার জন্য। আমরা খুবই গর্বিত।’ ভিডিওতে একাধিক তারকা কমেন্টে শুভেচ্ছা জানিয়েছেন। পরিচালক আনন্দ এল. রাই, অভিনেত্রী শিল্পা শেট্টিও রয়েছেন সেই তালিকায়। 

তবে এই প্রথম নয়, সাঁতারে এর আগেও বেদান্ত পদক জিতেছে। ২০২১ সালে বেঙ্গালুরুতে হওয়া ‘৪৭ তম জুনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপস’-এ ১৬ বছরের এই সাঁতারু মোট চারটি রুপোর পদক জিতেছিল। ঝুলিতে ছিল আরও ৩টি ব্রোঞ্জের পদকও। এর আগে গত বছরের মার্চে ‘লাটভিয়ান ওপেন সুইমিং চ্যাম্পিয়ন ইভেন্ট’-এও বেদান্ত ব্রোঞ্জ জেতে।

ট্রেন্ডিং খবর