সম্পূর্ণ নিজের দমে সুপারস্টার হয়েছেন আল্লু অর্জুন

Follw Us Now

পুষ্পা ছবির ডায়লগ এবং নাচের স্টেপ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল গোটা দেশে শুধুমাত্র দেশ নয় বিদেশেও এই ছবি ব্যাপক প্রভাব ফেলেছিল। সুপার ডুপার হিট এই ছবিটির নায়কের চরিত্র ছিলেন আল্লু আর্জুন আমাদের আজকের প্রতিবেদনের নায়ক তিনি।

সম্পূর্ণ নিজের পরিশ্রমের দ্বারাই আজ আল্লু অর্জুন হয়ে উঠেছেন গোটা ভারতের অন্যতম সুপারস্টার। তাকে বলা হয় স্টাইল আইকন শুধু পর্দা তেই নয় পর্দার বাইরেও তার স্টাইল মুগ্ধ করে সকলকে। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি অন্যতম সুপারস্টারদের একজন হলেন আল্লু আর্জুন

আলুর ছেলেবেলা থেকেই পড়াশোনা থেকে নাচ অভিনয়ের প্রতি আগ্রহ ছিল বেশি চিরঞ্জীবীর ছবি বিজেতাতে শিশু শিল্পী হিসেবে কাজ করেছিলেন আল্লু। বাবা ফিল্ম প্রডিউসার হলেও কোনদিন অভিনয় করার জন্য আল্লুর ওপর কোন প্রকার চাপ সৃষ্টি করেননি। ছেলেকে যখন কানাডায় পড়ানোর কথা ভাবনা চিন্তা করছেন ঠিক তখনই আল্লুর কাছে আসে প্রথম সুযোগ

১৯৮৩ সালে চেন্নাইতে জন্ম আল্লু আর্জুনের পরিবারের সাথে ফিল্ম ইন্ডাস্ট্রি সংযোগ আগে থেকেই ছিল আল্লু অর্জুনের দাদু অভিনেতা ছিলেন পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন তিনি। অন্যদিকে তার বাবা ছিলেন প্রযোজক। তার জন্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিও করার রাস্তা যে খুব মসৃণ ছিল তা বলাই যায়। তবে আল্লু চেয়েছিলেন নিজের যোগ্যতায় কাজ পেতে

 গঙ্গোত্রী নামক সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেন আল্লু আর্জুন এই ছবিতে অভিনয় করে বেশ কয়েকটি পুরস্কারও জিতেছিলেন তিনি। আর আল্লু অর্জুনের ক্যারিয়ারে প্রথম টার্নিং পয়েন্ট আর্যা ছবিটি। কম বাজেটে তৈরি এই ছবি সে সময় সুপার ডুপার হিট হয়েছিল। তিনি অ্যাকশন দৃশ‍্যে খুব একটা পটু ছিলেন না তবে ছবির স্বার্থেই একশন শেখেন তিনি চার ক্যারিয়ারে রয়েছে।  বদ্রীনাথ, আরিয়া টু সহ একাধিক উল্লেখযোগ্য হিট ছবি রয়েছে তার নামের পাশে। তার ক্যারিয়ারের আরেকটি উল্লেখযোগ্য ছবি হল আলাবৈকূন্ঠপুরমুলু। ২০২০ সালে রিলিজ হওয়া এই ছবিটি দখলে রয়েছে একাধিক রেকর্ড

পর্দায় সবসময় নতুন স্টাইলে ধরা দেন আল্লু আর্জুন। তার পুষ্পা ছবি সাফল্য তাকে গোটা ভারতব্যাপী পরিচিতি দিয়েছে দর্শকরা ইতিমধ্যেই পুষ্পা টু ছবির প্রতীক্ষায় রয়েছেন। এক সময় অ্যাকশন দৃশ্যে অভিনয়ের জন্যই অ্যাকশন শিখতে হয়েছিল তাকে। তবে আজ ছবিতে তার অ্যাকশন দেখলে চোখের পলক ফেলা যায় না সম্পূর্ণ নিজের চেষ্টায় আজ দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে গোটা ভারতের স্টাইলিং স্টার হয়ে উঠেছেন আল্লু আরজুন

 

ট্রেন্ডিং খবর