শাসক দলে গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া। সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিলেন ৮০ জন তৃণমূল নেতা।

Follw Us Now

এখন ভারত : দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষক বন্দ্যোপাধ্যায় বারংবার গোষ্ঠী কোন্দলের বিষয়কে কেন্দ্র করে সতর্ক করেছেন দলের নেতাকর্মীদের। তবে তাও গোষ্ঠী দ্বন্দ্বের সমস্যা থেকে মিলছে না মুক্তি। কিছুতেই গোষ্ঠীদ্বন্দ্ব যেন পিছু ছাড়ছে না তৃণমূলের। বারংবার বিভিন্ন জায়গায় গোষ্ঠী কোন্দলের বিষয়টি প্রকাশ্যে চলে আসায় অস্বস্তি বাড়ছে শাসক শিবিরে।

এবারে কোচবিহারের তুফানগঞ্জে দলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় প্রকাশ্যে এলো। এলাকার এক নম্বর ব্লকের নতুন সভাপতির নাম ঘোষণা করার সাথে সাথে গোষ্ঠীদ্বন্দ্বের সূচনা হয়। এরপর বলরামপুর দুই পঞ্চায়েতে তৃণমূলের 12 জন বুথ সভাপতি সহ মোট ৮০ জন ইস্তফা দেন সাংগঠনিক পদ থেকে।

জানা গিয়েছে নতুন সভাপতির দায়িত্বে আসা মনোজ বর্মনের উস্কানিতেই বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসে এসে হুমকি দিচ্ছে দলের পুরনো নেতাকর্মীদের। এ বিষয়ে জেলা এবং ব্লক স্তরের নেতৃত্বকে জানানো হলেও সমস্যা মেটেনি। আর সেই কারণেই তারা আসে জন সাংঠনিক পদ থেকে ইস্তাফা দিলেন বলে সূত্রের খবর ।

 

ট্রেন্ডিং খবর