এখন ভারত : নচিকেতার পর এবার রূপঙ্করের পাশে দাঁড়ালেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। সঙ্গীত শিল্পী তথা পরিচালকের দাবি, ‘কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে।’ সম্প্রতি প্রয়াত সঙ্গীতশিল্পী কেকে-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় চরম কটাক্ষের শিকার হন রূপঙ্কর বাগচী। সাধারণ মানুষ থেকে শুরু করে ইন্ডাস্ট্রিরও বহু ব্যক্তি তাঁকে তুলোধনা করেছেন।
বৃহস্পতিবার অনিন্দ্য বলেন, ‘এই অকাল মৃত্যুটা সত্যি মেনে নেওয়া যায় না। তার সঙ্গে যেভাবে সবাই রূপঙ্করকে ট্রোল করছেন সেটাও মেনে নেওয়া যায় না। খুব কাকতালীয় যে একই দিনে বিষয়টা ঘটেছে। কিন্তু আমার মনে হয় রূপঙ্করের বক্তব্য ছিল যে, বম্বের শিল্পী এলে সবাই যতটা হইচই করে, কলকাতার শিল্পীদের সেই মর্যাদা-অর্থ-সম্মান দেওয়া হয় না। সেটার বিরুদ্ধে রূপঙ্কর বলতে চেয়েছিলেন। বলতে গিয়ে কেকের নামটা ব্যবহার করেছেন। এমন নয় যে, অভিশাপ দিয়েছেন। এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। শিল্পী হিসেবে অভিমানের জায়গা থাকতে পারে। প্রতিটা শিল্পীই যে, যার ভাগ্য নিয়ে জন্মায়। কে, কতটা পাবে তা পূর্ব নির্ধারিত থাকে। শোকের মধ্যে ক্ষোভের জন্ম হওয়া উচিত নয়। শোকটা একটু নিবৃতে করা উচিত। সোশ্যাল মিডিয়ায় নয়।’
ফেসবুক লাইভে রূপঙ্কর বলেন, ‘আমারও ভিডিও থাকে, অনুপমের ভিডিও থাকে, সোমলতার ভিডিও থাকে, ইমন চক্রবর্তীর ভিডিও থাকে, রাঘব চট্টোপাধ্যায়ের ভিডিও থাকে, মনোময় ভট্টাচার্যের ভিডিও থাকে, উজ্জয়িনী মুখোপাধ্যায়ের ভিডিও থাকে, ক্যাকটাস, রূপম, ফসিলস সবার ভিডিও থাকে সোশ্যাল মিডিয়ায়, আমি তো গান শুনে যা বুঝলাম, কে কে’র থেকে আমরা সবাই ভালো গান গাই। আমাদের নিয়ে আপনারা এত উত্তেজনা বোধ করেন না কেন বলুন তো? মানে কী কারণ? কে কে…কে কে…কে? হু ইজ কে কে ম্যান? আমরা যে কোনও কে-এর থেকে ভালো।’ সোমবার নজরুল মঞ্চে কে কে’র অনুষ্ঠানের পর রূপঙ্করের এই ফেসবুক লাইভ ঘিরে বিতর্ক তৈরি হয়। আর, মঙ্গলবার তাঁর আচমকা মৃত্যুর পর অনেকেই রূপঙ্করের মন্তব্যের সমালোচনায় সরব হন ।