এখন ভারত: ভারতীয় চলচ্চিত্রের দুনিয়ায় ২০১৭ সাল থেকে বক্স অফিসের কালেকশনের নিরিখে সেরা সিনেমার শিরোপা ছিল এস এস রাজামৌলীর ছবি ‘বাহুবলী ২’। কিন্ত ২০২২ সালে অতিমারি কালে সেই রেকর্ড ভাঙল রাজামৌলীর অন্য ছবি ‘আরআরআর’।
মুক্তির পর থেকেই ‘আরআরআর’ দারুণ ব্যবসা করছে বক্সঅফিসে। ২৫ মার্চ মুক্তি পাওয়ার একদিনের মধ্যেই বিশ্বজুড়ে ২২৩ কোটির ব্যবসা করল ‘আরআরআর’। আর পাঁচদিনে ৬০০ কোটির বেশি ব্যবসা করেছে এই ছবি। এই ছবিতে দর্শকদের কাছে আরও একটি আকর্ষণ হল রামচরণের আকর্ষণীয় শারীরিক গঠন। তাঁর চরিত্রের সঙ্গে মানিয়ে এমন ব্যক্তিত্ব ও শারীরিক গঠন তৈরি করা নেহাত সহজ কাজ ছিল না। এই ছবি দেখার পর অনেকেই রীতিমত অবাক হয়েছেন রামচরণের শারীরিক গঠন দেখে। প্রশংসাও করেছেন সবাই। জানা গিয়েছে, এই প্রশংসা পেতে তাঁকে দীর্ঘ সাধনার মধ্যে দিয়ে যেতে হয়েছে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা রামচরণের ফিটনেস ট্রেনার রাকেশ উদয়িয়ার।
রাকেশ মূলত একজন সেলিব্রিটি ফিটনেস ট্রেনার। আমির খান, ভিকি কৌশল, দিয়া মির্জা, সঙ্গীতা বিজলানি, আরবাজ খান প্রমুখ তারকাকে ট্রেনিং দিয়েছেন তিনি। রামচরণের ফিটনেস বিষয়ে তাঁর ট্রেনার জানান, ২০১৯ সালে এই ছবির চরিত্র অনুযায়ী সঠিকভাবে নিজেকে গড়ে তোলার জন্য এসএস রাজামৌলী ও রামচরণের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। এই ছবিতে একটি দৃশ্যে রামচরণকে তীর ধনুক নিয়ে লড়াই করতে দেখা যাবে। সেই মত নিজেকে গড়ে তুলতে ৩-৪ মাস সময় লেগেছিল অভিনেতার। কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয়েছিল রামচরণকে। তবে অনুশীলন চলাকালীন করোনার জেরে লকডাউন জারি হয়ে যায়। শুটিংও বন্ধ করতে হয়। পরিস্থিতি এমনই হয় যে, ওইসময় তাঁরা দুজনেই আলাদা জায়গায় ছিলেন। রাকেশ মুম্বইতে আর রামচরণ ছিলেন হায়দরাবাদে। বাধ্যহয়েই অনলাইনে ক্লাস করেই নিজেকে ফিট রেখেছেন অভিনেতা। সঙ্গে মেনে চলেছেন ডায়েট। ২ বছর ধরে ডায়েট মেনে চলেছেন তিনি। এইভাবেই নিজেকে মেনটেন করেছেন সিনেমার শুটিং শেষ না হওয়া পর্যন্ত।