রাজ্য পুলিশের কনস্টেবল পদে বিপুল নিয়োগ

Follw Us Now

 রাজ্য পুলিশের কনস্টেবল পদে বিপুল নিয়োগ

চাকরি সন্ধানীদের জন্য সুখবর। সোমবার রাজ্য পুলিশে বড়সড় নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ২ হাজার মহিলা কনস্টেবল নিয়োগে এদিন ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। নবান্নের সাংবাদিক বৈঠকে সে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশে মহিলা কনস্টেবল ছাড়াও গোয়েন্দা বিভাগ এবং জঙ্গলমহলে বিশেষ হোমগার্ড পদে নিয়োগের কথাও ঘোষণা করেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, ‘শীঘ্রই রাজ্য পুলিশে ২,০২০ জন মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে। তাঁদের মধ্যে ১,৪২০ জনকে নিয়োগ করা হবে পুলিশের উইনার্স স্কোয়াডে। কলকাতা পুলিশের মতো এঁরাও স্কুটি নিয়ে বিভিন্ন এলাকায় টহলদারি চালাবে।’

রাতের শহরে নারীদের নিরাপত্তায় বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে মহিলা পুলিশকর্মীদের একটি দলকে কলকাতার রাস্তায় নামিয়েছে লালবাজার। যাঁদের পোশাকি নাম ‘দ্য উইনার্স’। এই ‘উইনার্স’রা স্কুটিতে বিভিন্ন জায়গায় টহলদারি চালান। কেবল কলকাতায় নয়, রাজ্যে পুলিশের একাধিক পুলিশ কমিশনারেট এলাকায়ও এখন উইনার্স স্কোয়াড চালু হয়ে গিয়েছে। এবার এই বাহিনীকে আরো শক্তিশালী করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পাশাপাশি মুখ্যমন্ত্রীর ঘোষণা, ‘পুরুষ ও মহিলা নির্বিশেষে গোয়েন্দা বিভাগে ৬০০ জনকে নিয়োগ করা হবে।’

আত্মসমর্পণকারী মাওবাদীদের বিশেষ হোমগার্ড পদে অনেক দিন ধরেই নিয়োগ করে আসছে রাজ্য সরকার। সম্প্রতি জঙ্গলমহলে একাধিক মাওবাদী নামের পোস্টার ঘিরে আতঙ্কের পরিবেশ তৈরি হলেও আবারও ওই পদে ফের নিয়োগের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘জঙ্গলমহলে বিশেষ হোমগার্ড পদে ১০৫ জনকে নিয়োগ করা হবে। তার মধ্যে ৪৮ জনই প্রাক্তন মাওবাদী।’

ট্রেন্ডিং খবর