রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বিতর্কিত পোস্ট করে সমস্যায় পড়লেন বাংলাদেশের বিতর্কিত সংগীতশিল্পী নোবেল।

Follw Us Now

এখন ভারত : বাংলাদেশের সংগীত জগতের এক বিতর্কিত নাম হল মাইনুল আহসান নোবেল।  তার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে এবারে চট্টগ্রামের আইনজীবী মিঠুন বিশ্বাসের কাছ থেকে আইনি নোটিশ পেলেন নোবেল।  সাত দিনের মধ্যে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে ডিজিটাল আইনে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

“রবীন্দ্রনাথের চর্চা এদেশে হয় এটাই রবীন্দ্রনাথের পক্ষে যথেষ্ট। তাছাড়া বাংলাদেশের সাহিত্যে রবীন্দ্রনাথের অবদান নিতান্তই কম‌। প্রায় নেই বললেই চলে। তাই তার গান এদেশে  প্যারোডি করে যদি কেউ  গায়, তাহলে তা রবীন্দ্রনাথের জন্যই মঙ্গল।”- নিজের ফেসবুক পেজ নোবেল ম্যানে এমন পোস্ট করে আগেই বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি।

এবারে আরও একটি পোষ্টের মাধ্যমে চর্চায় উঠে এসেছেন এই বিতর্কিত গায়ক। “বাংলাদেশে রবীন্দ্র চর্চা বয়কট করা উচিত” বলে মন্তব্য করেছেন তিনি। এখানেই থেমে থাকেননি,আরো লিখেছেন,” আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম। উনি যখন আমাদের অধিকার রক্ষার জন্য কনডেম সেলে অত্যাচারের শিকার হচ্ছিলেন  তখন ব্রিটিশদের চাটুকারিতা করে বিশ্বকবি বিন্দাস আমাদের রক্ত চুষে খাচ্ছিলেন।”

 নোবেল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এর আগে যে পোস্টটি করেছিলেন তাকে কেন্দ্র করেও কম বিতর্ক হয়নি। তবে এবারে এই ধরনের পোস্ট করায় সরাসরি আইনি নোটিস পেলেন নোবেল।

এর আগেও নোবেলকে নিয়ে একাধিক বিতর্ক হয়েছে ।গত বছর  বাংলাদেশের পর্যটন কেন্দ্র বান্দরবনে  বেড়াতে গিয়ে বান্ধবীর সাথে গাজার কলকে হাতে নিয়ে ছবি তুলেছিলেন তিনি। সেই  ছবিকে কেন্দ্র করেও দানা বাঁধে বিতর্ক।

 বাসে করে পর্যটন কেন্দ্রে যাওয়ার সময়ও নোবেল  মত্ত অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে। বান্দরবনে যাওয়ার পর হোটেলের এক আবাসিকের সাথে ঝামেলায় জড়ানোর অভিযোগ রয়েছে  তার বিরুদ্ধে।  জানা গিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেদিন  পুলিশ ডাকতে হয় হোটেল কর্তৃপক্ষকে।

এবারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিতর্কিত পোস্ট করে আবারো আলোচনায় নোবেল। বাংলাদেশের জাতীয় সংগীত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।তাঁকে নিয়ে ফেসবুকে এ ধরনের পোস্ট করায় নোবেলের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন চট্টগ্রামের আইনজীবী মিঠুন বিশ্বাস।

ট্রেন্ডিং খবর