এখন ভারত : বলিউডে শোনা যাচ্ছে খুশির খবর, সম্প্রতি কিছুদিন আগেই বেবি পাম্পের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন অভিনেত্রী দেবলিনা এবং তার কিছুদিন পর ইনস্টাগ্রামে বেবি পাম্পের এর ছবি পোস্ট করেন ভারতী সিং। রবিবার সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে তারি সুখবর শোনান ভারতীর বর হর্ষ লিম্বাচিয়া। ভারতীর সঙ্গে একটি ছবি পোস্ট করে হর্ষ লিখেন তাদের একটি পুত্র সন্তান হয়েছে। ইতমধ্যেই সোশ্যাল মিডিয়ায় লাইক এবং কমেন্টের ঝড় উঠেছে। এই দুই অভিভাবককে শুভেচ্ছা জানাচ্ছেন বলিউডের অভিনেত্রী অভিনেতারা।
শুভেচ্ছা জানাতে ভোলেননি নেহা কাক্কারও। ২০২১ সালে ডিসেম্বরের শেষে ভারতী এবং হর্ষ সকলের সামনে, ভারতী প্রেগন্যান্সি কথা জানান। জানা যাচ্ছে প্রথমে ওজনের জন্য ভরতী বুঝতে পারেননি যে তিনি প্রেগনেন্ট। প্রায় আড়াই মাস পর ভারতী দেখেন তার শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে সুতরাং কোনো ভুল পদক্ষেপ না নিয়ে শুটিং থেকে বেরিয়ে মেডিকেল শপ থেকে টেস্টিং কিট কিনে পরীক্ষা করে দেখেন তিনি। সেখানে দেখা যায় টেস্টিং কিটে দুটো লাইন দেখা যাচ্ছে। এ বিষয়টি তরীহরি হর্ষকে গিয়ে বলাতে হর্ষ খুশিতে লাফিয়ে ওঠে। এই দুই কপাল জানান আগের থেকে তারা কোনো প্ল্যান করেন রাখেননি, আপাতত মা এবং সন্তানকে এক চোখে দেখার অপেক্ষায় নেটিজেনরা।
রবিবার মা হলেন, কমেডি কুইন ভারতী সিং
- Admin
- April 4, 2022
- 8:02 am
Follw Us Now
- Admin
- April 4, 2022
- 8:02 am
- No Comments
ট্রেন্ডিং খবর
মুম্বইগামী বিমানে অন্য অভিজ্ঞতার সাক্ষী টলি অভিনেত্রী শ্রীলেখা
October 29, 2023
কল ফরোয়ার্ডিং’ নতুন স্ক্যাম নিয়ে জোর চর্চা , সাবধান হন এখনই
October 29, 2023
ভাইরাল খবর